সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।
আজ শনিবার হরতালের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অল্পসংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধু আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনকে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করছে।
আবুল কালাম নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিস বন্ধ থাকায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।’
তন্ময় হাসান নামের আরেক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাব, তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় এখনো ছেড়ে যাচ্ছে না। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।’
সোহাগ নামের এক টিকিট বিক্রেতা বলেন, আজ নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব কারণে আজ অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
সাগর হোসেন নামের এক বাসচালক বলেন, ‘যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে একধরনের ভয় কাজ করছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘আজ কী কারণে বাস চলাচল কম, তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।
আজ শনিবার হরতালের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অল্পসংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধু আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনকে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করছে।
আবুল কালাম নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিস বন্ধ থাকায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।’
তন্ময় হাসান নামের আরেক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাব, তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় এখনো ছেড়ে যাচ্ছে না। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।’
সোহাগ নামের এক টিকিট বিক্রেতা বলেন, আজ নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব কারণে আজ অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
সাগর হোসেন নামের এক বাসচালক বলেন, ‘যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে একধরনের ভয় কাজ করছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘আজ কী কারণে বাস চলাচল কম, তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে