নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহর বাসযোগ্য ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মিত একাধিক প্রকল্প পরিদর্শনে যান জাপানের রাষ্ট্রদূত। এরপর দুপুরে নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
সভায় নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।
নাসিক সূত্রে জানা যায়, আলোচনা সভায় নাসিকের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় নারায়ণগঞ্জকে ভবিষ্যতে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেন নাসিকের নগর পরিকল্পনাবিদ। এ ছাড়া চলমান বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, হাসপাতাল, পানি ও পরিবহন ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরেন। উত্থাপিত প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।
আলোচনা সভায় জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপান অংশীদার হতে সর্বদাই আগ্রহী। নারায়ণগঞ্জ সিটির সঙ্গেই সর্বপ্রথম জাপানের নারুতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ চুক্তি হয়। শুধু উন্নয়ন প্রকল্পেই নয়, নারায়ণগঞ্জ থেকে মানবসম্পদ, ক্লাইমেট চেঞ্জ কার্যক্রমে অগ্রসর হতে চাই আমরা। এই বিষয়ে জাপান সরকারের পক্ষ থেকে যথাসম্ভব ভূমিকা রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি উন্নয়ন অংশীদারত্বে আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও আমরা আন্তরিক রয়েছি।’
সভায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জাপান আমাদের অনেক পুরোনো বন্ধু। জাপানে মানবসম্পদ পাঠানোর জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে জাপানি ভাষা শিক্ষাসহ আনুষঙ্গিক শিক্ষা প্রদান করা হচ্ছে। আমরা আশা করছি নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমে জাপান আরও অনেক ভূমিকা রাখবে।’
এর আগে, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে জালকুড়ি বর্জ্য বিদ্যুৎ প্রকল্প, সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক, আলী আহাম্মদ চুনকা পাঠাগার, শেখ রাসেল পার্ক, বাবুরাইল খাল।

নারায়ণগঞ্জ শহর বাসযোগ্য ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মিত একাধিক প্রকল্প পরিদর্শনে যান জাপানের রাষ্ট্রদূত। এরপর দুপুরে নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
সভায় নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।
নাসিক সূত্রে জানা যায়, আলোচনা সভায় নাসিকের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় নারায়ণগঞ্জকে ভবিষ্যতে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেন নাসিকের নগর পরিকল্পনাবিদ। এ ছাড়া চলমান বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, হাসপাতাল, পানি ও পরিবহন ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরেন। উত্থাপিত প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।
আলোচনা সভায় জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপান অংশীদার হতে সর্বদাই আগ্রহী। নারায়ণগঞ্জ সিটির সঙ্গেই সর্বপ্রথম জাপানের নারুতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ চুক্তি হয়। শুধু উন্নয়ন প্রকল্পেই নয়, নারায়ণগঞ্জ থেকে মানবসম্পদ, ক্লাইমেট চেঞ্জ কার্যক্রমে অগ্রসর হতে চাই আমরা। এই বিষয়ে জাপান সরকারের পক্ষ থেকে যথাসম্ভব ভূমিকা রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি উন্নয়ন অংশীদারত্বে আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও আমরা আন্তরিক রয়েছি।’
সভায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জাপান আমাদের অনেক পুরোনো বন্ধু। জাপানে মানবসম্পদ পাঠানোর জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে জাপানি ভাষা শিক্ষাসহ আনুষঙ্গিক শিক্ষা প্রদান করা হচ্ছে। আমরা আশা করছি নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমে জাপান আরও অনেক ভূমিকা রাখবে।’
এর আগে, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে জালকুড়ি বর্জ্য বিদ্যুৎ প্রকল্প, সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক, আলী আহাম্মদ চুনকা পাঠাগার, শেখ রাসেল পার্ক, বাবুরাইল খাল।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে