সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি চৌকি বসানো হয়েছে। তিন চৌকিতে সর্বমোট ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
পুলিশের অনুমতি ছাড়াই এই সম্মেলন করা হচ্ছে। সম্মেলন ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসতে শুরু করছেন।
দলীয় সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন করব। সম্মেলনে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সম্মেলন ঘিরে নয়, বিশেষ প্রয়োজনে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি চৌকি বসানো হয়েছে। তিন চৌকিতে সর্বমোট ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
পুলিশের অনুমতি ছাড়াই এই সম্মেলন করা হচ্ছে। সম্মেলন ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসতে শুরু করছেন।
দলীয় সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন করব। সম্মেলনে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সম্মেলন ঘিরে নয়, বিশেষ প্রয়োজনে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে