Ajker Patrika

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো সাংবাদিককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো সাংবাদিককে
আহত সাংবাদিক রিয়াজ হোসেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম রিয়াজ হোসেন। তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত। তাঁর ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের ফারুক মোল্লা, তাঁর ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা; সুমন মোল্লা, কাজল মোল্লা ও রিজভী মোল্লা।

সাংবাদিক রিয়াজ জানান, ফারুকের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে বুধবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হামলা চালান। তাঁরা রিয়াজের মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেন। তখন দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে চলে যান।

পরে আহত দুজন স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাঁরা উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত