নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ভাড়া ৫০ টাকা নির্ধারণের পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
মাহমুদুল হক বলেন, ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পর আমরা একটি কমিটি করেছিলাম। সেই কমিটি যাচাই করে দেখেছে যে ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসা যাওয়া মিলিয়ে একটি বাস ৩৯.৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিতে হয় বাসগুলোকে। ডিজেলের বর্তমান দাম, টোল, যাত্রীসেবা এবং দাবির বিষয়গুলো মাথায় রেখে আমরা ৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। বাস মালিকেরা ৫২ টাকা করার দাবি জানালেও আমাদের অনুরোধে ৫০ টাকা ভাড়া নেওয়ায় সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগে নারায়ণগঞ্জে অনেক অবৈধ বাস চলাচল করত। এগুলো রোধ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহনমালিকদের চাঁদা দিতে হতো। এসব চাঁদা রোধ করা হবে। আমাদের অভিযোগ দিলে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে চাঁদাবাজি প্রতিহত করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা নন-এসি বাসের ভাড়া ৫০, এসি বাসের ভাড়া ৭০ এবং প্রতিটি নন-এসি বাসে ৫ জন ছাত্রের হাফ ভাড়া নিতে বলেছি। এ ছাড়া সিএনজি চালিত অন্য বাসগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।’
জেলা প্রশাসকের ঘোষণার পর রাত ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়ায় জনস্বার্থ বিবেচনায় হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল না পেলে প্রয়োজনে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার ফোরাম। সেখানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি দাবি মানা না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দেয়। তবে শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ভাড়া ৫০ টাকা নির্ধারণের পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
মাহমুদুল হক বলেন, ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পর আমরা একটি কমিটি করেছিলাম। সেই কমিটি যাচাই করে দেখেছে যে ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসা যাওয়া মিলিয়ে একটি বাস ৩৯.৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিতে হয় বাসগুলোকে। ডিজেলের বর্তমান দাম, টোল, যাত্রীসেবা এবং দাবির বিষয়গুলো মাথায় রেখে আমরা ৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। বাস মালিকেরা ৫২ টাকা করার দাবি জানালেও আমাদের অনুরোধে ৫০ টাকা ভাড়া নেওয়ায় সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগে নারায়ণগঞ্জে অনেক অবৈধ বাস চলাচল করত। এগুলো রোধ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহনমালিকদের চাঁদা দিতে হতো। এসব চাঁদা রোধ করা হবে। আমাদের অভিযোগ দিলে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে চাঁদাবাজি প্রতিহত করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা নন-এসি বাসের ভাড়া ৫০, এসি বাসের ভাড়া ৭০ এবং প্রতিটি নন-এসি বাসে ৫ জন ছাত্রের হাফ ভাড়া নিতে বলেছি। এ ছাড়া সিএনজি চালিত অন্য বাসগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।’
জেলা প্রশাসকের ঘোষণার পর রাত ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়ায় জনস্বার্থ বিবেচনায় হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল না পেলে প্রয়োজনে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার ফোরাম। সেখানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি দাবি মানা না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দেয়। তবে শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে