নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘’২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘আমরা বলেছি, নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’
সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।
সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘’২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘আমরা বলেছি, নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’
সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।
সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১০ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে