নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন ১২ জুন। নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছেলেকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফোনালাপ প্রকাশ পায়। ঘটনার পর বিষয়টি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন মেয়র প্রার্থী হাবিবুর রহমান। হাবিবুর রহমান আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ফোন দেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। কথোপকথনের ওই অডিওতে শোনা যায়, নির্বাচনে টাকার ছড়াছড়ি না করতে এবং ৫ নম্বর ওয়ার্ডে শুধু নৌকা থাকব আর কিছু না বলে সাফ জানিয়ে দেন আবুল কালাম। কেন থাকবে না—এই প্রশ্ন করতেই ফোন কেটে দেন আবুল কালাম।
প্রকাশিত ওই অডিও হুবহু তুলে ধরা হলো
আবুল কালাম: তোমার লোকজন ৫ নম্বর ওয়ার্ডে টাকা বিলাইতাছে শুনলাম। আমরা যদি টাকাওয়ালা ধরতে পাই তাইলে কইলাম হাত-পাও থাকতো না, হাড্ডিগুড্ডি থাকত না।
জাহাঙ্গীর: আমিও যদি কাউরে পাই টাকা দিতাছে, তাই ধইরা সরাসরি থানায় দিয়া দিমু।
আবুল কালাম : অবশ্যই অবশ্যই।
জাহাঙ্গীর: যে টাকা লইয়া আইব, হেরে ধইরা পুলিশে দিয়া দিমু।
আবুল কালাম: হ, হ, এইটাই তো রাইট। তোমরাও যদি পাও কেউ টাকা লইয়া আইসে, তোমরাও দিয়া দিবা। ঠিকাসে।
জাহাঙ্গীর: কিন্তু, কাউকে ওয়ার্ক করতে বাধা দেবেন না।
আবুল কালাম: আইচ্ছা, ঠিকাসে।
জাহাঙ্গীর: যার যার ওয়ার্ড সে করব।
আবুল কালাম: আইচ্ছা আমার কথা হুনো, এনো ৫ নম্বর ওয়ার্ডে তুমি কোনো গ্যাঞ্জাম সৃষ্টি কইরো না।
জাহাঙ্গীর: ক্যাডায় গেঞ্জাম সৃষ্টি করে? আমি গেঞ্জাম সৃষ্টি করছি?
আবুল কালাম: ৫ নম্বর ওয়ার্ডে কোনো লোক নামতে পারব না।
জাহাঙ্গীর: কেন নামতে পারব না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা থাকব, আর কিছু থাকতে পারব না।
জাহাঙ্গীর: কেন কেন?
আবুল কালাম: আর কিছু না।
জাহাঙ্গীর: কেন আর কিছু না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা ছাড়া আর কিছু থাকবে না। ব্যাস, এটুকুই।
জাহাঙ্গীর: কে বলছে? কে বলছে?
স্থানীয় সূত্রে জানায়, আবুল কালাম আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে কাজ করছেন। সেই ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখেও পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের কর্মী-সমর্থকেরা। সবশেষ মুঠোফোনে বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠছে সুন্দর আলীর অনুসারীদের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এটা ভুল কথা। এটা গণতন্ত্রের দেশ, এখানে সবাই নির্বাচন করব। আমি বলছি টাকা লইয়া কেউ নামতে পারবে না। টাকা লইয়া নামলে গেঞ্জাম হইব। টাকা নিয়া নামতে না করছি। তারা থাকব না কেন? তারাও তো নির্বাচন করতাছে।’
কিন্তু অডিওতে আপনার কথা তো ঠিকই শোনা গেল এমন প্রশ্নে বলেন, ‘এখানে হয় তিলখান, বলে দেড়খান। এখানে আমি তাদের না করার কে? আমার কি সেই ক্ষমতা আছে? এটা যারা বলে তারা বিশৃঙ্খলা করার জন্য বলে। আমি এসব বলি নাই। আমি শুনেছি টাকার ছড়াছড়ি হইতাছে, তাই ফোন দিয়ে বলছি টানা নিয়া না নামতে।’
এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দর আলীর লোকজন বিভিন্নভাবে আমার লোকজনকে ভয়ভীতি দেখাইতাছে। রিটার্নিং অফিসারের কাছে মৌখিকভাবে এইটা জানাইসি। নির্বাচনের শুরু থেকেই এগুলা চলতাছে।’
এ বিষয়ে রিটার্নিং অফিসার রবিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ আমার কাছে অভিযোগ করেনি।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন ১২ জুন। নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছেলেকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফোনালাপ প্রকাশ পায়। ঘটনার পর বিষয়টি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন মেয়র প্রার্থী হাবিবুর রহমান। হাবিবুর রহমান আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ফোন দেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। কথোপকথনের ওই অডিওতে শোনা যায়, নির্বাচনে টাকার ছড়াছড়ি না করতে এবং ৫ নম্বর ওয়ার্ডে শুধু নৌকা থাকব আর কিছু না বলে সাফ জানিয়ে দেন আবুল কালাম। কেন থাকবে না—এই প্রশ্ন করতেই ফোন কেটে দেন আবুল কালাম।
প্রকাশিত ওই অডিও হুবহু তুলে ধরা হলো
আবুল কালাম: তোমার লোকজন ৫ নম্বর ওয়ার্ডে টাকা বিলাইতাছে শুনলাম। আমরা যদি টাকাওয়ালা ধরতে পাই তাইলে কইলাম হাত-পাও থাকতো না, হাড্ডিগুড্ডি থাকত না।
জাহাঙ্গীর: আমিও যদি কাউরে পাই টাকা দিতাছে, তাই ধইরা সরাসরি থানায় দিয়া দিমু।
আবুল কালাম : অবশ্যই অবশ্যই।
জাহাঙ্গীর: যে টাকা লইয়া আইব, হেরে ধইরা পুলিশে দিয়া দিমু।
আবুল কালাম: হ, হ, এইটাই তো রাইট। তোমরাও যদি পাও কেউ টাকা লইয়া আইসে, তোমরাও দিয়া দিবা। ঠিকাসে।
জাহাঙ্গীর: কিন্তু, কাউকে ওয়ার্ক করতে বাধা দেবেন না।
আবুল কালাম: আইচ্ছা, ঠিকাসে।
জাহাঙ্গীর: যার যার ওয়ার্ড সে করব।
আবুল কালাম: আইচ্ছা আমার কথা হুনো, এনো ৫ নম্বর ওয়ার্ডে তুমি কোনো গ্যাঞ্জাম সৃষ্টি কইরো না।
জাহাঙ্গীর: ক্যাডায় গেঞ্জাম সৃষ্টি করে? আমি গেঞ্জাম সৃষ্টি করছি?
আবুল কালাম: ৫ নম্বর ওয়ার্ডে কোনো লোক নামতে পারব না।
জাহাঙ্গীর: কেন নামতে পারব না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা থাকব, আর কিছু থাকতে পারব না।
জাহাঙ্গীর: কেন কেন?
আবুল কালাম: আর কিছু না।
জাহাঙ্গীর: কেন আর কিছু না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা ছাড়া আর কিছু থাকবে না। ব্যাস, এটুকুই।
জাহাঙ্গীর: কে বলছে? কে বলছে?
স্থানীয় সূত্রে জানায়, আবুল কালাম আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে কাজ করছেন। সেই ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখেও পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের কর্মী-সমর্থকেরা। সবশেষ মুঠোফোনে বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠছে সুন্দর আলীর অনুসারীদের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এটা ভুল কথা। এটা গণতন্ত্রের দেশ, এখানে সবাই নির্বাচন করব। আমি বলছি টাকা লইয়া কেউ নামতে পারবে না। টাকা লইয়া নামলে গেঞ্জাম হইব। টাকা নিয়া নামতে না করছি। তারা থাকব না কেন? তারাও তো নির্বাচন করতাছে।’
কিন্তু অডিওতে আপনার কথা তো ঠিকই শোনা গেল এমন প্রশ্নে বলেন, ‘এখানে হয় তিলখান, বলে দেড়খান। এখানে আমি তাদের না করার কে? আমার কি সেই ক্ষমতা আছে? এটা যারা বলে তারা বিশৃঙ্খলা করার জন্য বলে। আমি এসব বলি নাই। আমি শুনেছি টাকার ছড়াছড়ি হইতাছে, তাই ফোন দিয়ে বলছি টানা নিয়া না নামতে।’
এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দর আলীর লোকজন বিভিন্নভাবে আমার লোকজনকে ভয়ভীতি দেখাইতাছে। রিটার্নিং অফিসারের কাছে মৌখিকভাবে এইটা জানাইসি। নির্বাচনের শুরু থেকেই এগুলা চলতাছে।’
এ বিষয়ে রিটার্নিং অফিসার রবিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ আমার কাছে অভিযোগ করেনি।’

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৭ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে