Ajker Patrika

মামুনুল ক্ষমা চাইলেন, হুমকিও দিলেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০: ২৫
মামুনুল ক্ষমা চাইলেন, হুমকিও দিলেন

নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন হেফাজতের আলোচিত নেতা মামুনুল হক। আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি; সেজন্য নিজেই মর্মাহত। আমার কারণে আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি।’

ক্ষমা চাওয়ার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণের অভিযোগও আনেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল। তিনি বলেন, ‘আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ, তাদের সাথে আমার কথোপকথন-এগুলো একান্তই আমার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। অত্যন্ত দু:খ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতা এবং কথোপকথনকে জনসম্মুক্ষে প্রকাশ করে আমার নাগরিক অধিকার,  ধর্মীয় অধিকার এবং ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন, তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন।

ইসলামী শরিয়তের আলোকেও তারা অনেক বড় অন্যায় এবং অপরাধ করেছেন। ইসলামী বিধান লঙ্ঘনের দায়ে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। প্রচলিত আইন লঙ্ঘণ করে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অপরাধে যারা দুষ্ট, তাদের বিরুদ্ধেও অনতিবিলম্বে আইনী পদক্ষেপ গ্রহন করব। আমি আমার ব্যক্তিগত আইন পরামর্শদাতাদের সাথে এরইমধ্যে পরামর্শ করা শুরু করেছি। অচিরেই আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব।’

লাইভে মামুনুল বলেন, আমি পুলিশকে তথ্য দিয়েছি। দুই স্ত্রীর নাম আলাদা করে বলেছি। আমার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আমেনা তৈয়বার নামটি সামনে এনেছেন। জান্নাত আরা ঝর্ণার কাছ থেকে আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট ও মন্তব্য ধারণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী সদ্যস্যরা। তারা কার অনুমতি নিয়ে জনসম্মুখে এসব প্রচার করেছে? আমার পর্দাশীল স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে। দেশ ও জাতির সামনে পর্দার বিধান লঙ্ঘন করে তার যে অধিকার তারা ক্ষুণ্ণ করেছে সেটার জন্য জনতার আদালতে বিচার দায়ের করলাম।

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে মামুনুল হক বলেন, ‘বিশ্বের মুসলমান ভাইদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একের পর এক মামলা করা হচ্ছে। এর মাধ্যমে অনেক মানুষকে হয়রানি করা হবে। অথচ প্রকৃত যারা দোষী, যারা গিয়ে হামলা করলো- সেই সন্ত্রাসীদের ব্যাপারে রাষ্ট্র নীরব। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। অথচ তাদের নাম পরিচয় দিবালোকের মতো পরিষ্কার। ইনশাআল্লাহ, ইতোমধ্যে তাদের ব্যাপারে আমি এজাহার দায়ের করেছি। আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসঙ্গীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হন হেফাজত নেতা মামুনুল হক। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী আমেনা তৈয়বা বলে জানায়। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে হেফাজতের নেতাকর্মীরা ওই রিসোর্টে ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়। এরপর একে একে মামুনুল হকের ইস্যুতে একাধিক অডিও ফাঁস হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত