সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে