নড়াইল প্রতিনিধি

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহাদতবার্ষিকী পালিত হয়।
নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম, কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মধ্যে তোবারক বিতরণ করা হয়েছে।
শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। এর আগে একটি শোকযাত্রা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব ও চণ্ডীবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহাদতবার্ষিকী পালিত হয়।
নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম, কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মধ্যে তোবারক বিতরণ করা হয়েছে।
শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। এর আগে একটি শোকযাত্রা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব ও চণ্ডীবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে