মান্দা (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।

ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।

ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৬ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে