মান্দা (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।

ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।
ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।
ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।
খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।
আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।

ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে