রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক পাকা সড়ক ভেঙে যাচ্ছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে উপজেলার আরও তিনটি স্থানে পাকা সড়ক ভেঙে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে আরও আট হাজার পরিবার। এদিকে পানির তোরে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী এলাকার মানুষ।
আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, আত্রাই নদীতে গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে আরও বেশি পানি বেড়েছে। এ কারণে কাশিয়াবাড়ী-সমসপাড়া পাকা সড়কের বলরামচক শ্মশানঘাট এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে পাকা সড়ক ভেঙে যায়।
এতে সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপণ করা আমন পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জগদাস গ্রামের জুয়েল হোসেন বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলি এবং এর সামান্য অদূরে শিকারপুরে পানির স্রোতে এই দুই জায়গায় পাকা সড়ক ভেঙে যায়। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে তাঁর প্রায় সাত বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পুকুর ডুবে ভেসে গেছে মাছ। এ ছাড়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে জানান তিনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহম্মেদ বলেন, নতুন করে পাকা সড়ক ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে আরও আট হাজারসহ গত দুদিনে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি কর্মকর্তা পলাশচন্দ্র বলেন, আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা ধানও রয়েছে।
আত্রাই উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে বান্দাইখাড়া, কাশিয়াবাড়ী, পাঁচুপুর, জগদাসসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পানির কিছুটা চাপ কমলেই ভাঙা খুঁটি পরিবর্তন করে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, বন্যা দুর্গতদের সহায়তা করতে ইতিমধ্যে ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ভেঙে যাওয়া অংশগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যাদুর্গতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙে যায়। এতে অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক পাকা সড়ক ভেঙে যাচ্ছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে উপজেলার আরও তিনটি স্থানে পাকা সড়ক ভেঙে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে আরও আট হাজার পরিবার। এদিকে পানির তোরে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী এলাকার মানুষ।
আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, আত্রাই নদীতে গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে আরও বেশি পানি বেড়েছে। এ কারণে কাশিয়াবাড়ী-সমসপাড়া পাকা সড়কের বলরামচক শ্মশানঘাট এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে পাকা সড়ক ভেঙে যায়।
এতে সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপণ করা আমন পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জগদাস গ্রামের জুয়েল হোসেন বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলি এবং এর সামান্য অদূরে শিকারপুরে পানির স্রোতে এই দুই জায়গায় পাকা সড়ক ভেঙে যায়। এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে তাঁর প্রায় সাত বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পুকুর ডুবে ভেসে গেছে মাছ। এ ছাড়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে জানান তিনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তাঁরা।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহম্মেদ বলেন, নতুন করে পাকা সড়ক ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে আরও আট হাজারসহ গত দুদিনে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি কর্মকর্তা পলাশচন্দ্র বলেন, আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা ধানও রয়েছে।
আত্রাই উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে বান্দাইখাড়া, কাশিয়াবাড়ী, পাঁচুপুর, জগদাসসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পানির কিছুটা চাপ কমলেই ভাঙা খুঁটি পরিবর্তন করে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, বন্যা দুর্গতদের সহায়তা করতে ইতিমধ্যে ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ভেঙে যাওয়া অংশগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যাদুর্গতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙে যায়। এতে অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
২৮ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে