বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছিতে কাগজে লেখা চিরকুটের সূত্র ধরে থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে আলমকে (১৬) ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা।
হারিয়ে যাওয়া ছেলে আলম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বালুপাড়া নামক স্থানে আলম চলাফেরা করছিল। এ সময় রাস্তায় রাতে টহলরত পুলিশের এসআই মেহেদী হাসানের সন্দেহ হওয়ায় আলমকে বদলগাছী থানায় নিয়ে যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নির্দেশে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলম পকেটের একটি কাগজ বের করে দেয়। পরে কাগজে লেখা ঠিকানা অনুযায়ী ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বদলগাছী থানার পুলিশ। খবর পেয়ে পিতা ও ভাই বদলগাছী থানায় ছুটে গেলে থানার অফিসার আলমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে আলম বলেন, ‘আমার বাড়ির ঠিকানা আমার মনে ছিল না। তবে বাবা ও ভাইকে চিনতে পেরেছি। পকেটে কাগজে লেখা ঠিকানা কে লিখে দিয়েছে তা মনে নেই। ট্রেনে করে এখানে এসেছি। আমি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেছি। ঠিকমতো কাজ করতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে।’
আলমের পিতা জামাল উদ্দিন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি। প্রায় এক বছর আগেও আলম হারিয়ে গিয়েছিল। তখনো পুলিশের সহযোগিতায় আলমকে ফিরে পেয়েছি। কিন্তু আজ কোনো জিডি ছাড়াই আলমকে ফিরে পেয়ে আমি খুব খুশি।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি মানসিক প্রতিবন্ধী। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেয়ে শনিবার রাত ৯টার দিকে তার পিতার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

নওগাঁর বদলগাছিতে কাগজে লেখা চিরকুটের সূত্র ধরে থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে আলমকে (১৬) ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা।
হারিয়ে যাওয়া ছেলে আলম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বালুপাড়া নামক স্থানে আলম চলাফেরা করছিল। এ সময় রাস্তায় রাতে টহলরত পুলিশের এসআই মেহেদী হাসানের সন্দেহ হওয়ায় আলমকে বদলগাছী থানায় নিয়ে যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নির্দেশে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলম পকেটের একটি কাগজ বের করে দেয়। পরে কাগজে লেখা ঠিকানা অনুযায়ী ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বদলগাছী থানার পুলিশ। খবর পেয়ে পিতা ও ভাই বদলগাছী থানায় ছুটে গেলে থানার অফিসার আলমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে আলম বলেন, ‘আমার বাড়ির ঠিকানা আমার মনে ছিল না। তবে বাবা ও ভাইকে চিনতে পেরেছি। পকেটে কাগজে লেখা ঠিকানা কে লিখে দিয়েছে তা মনে নেই। ট্রেনে করে এখানে এসেছি। আমি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেছি। ঠিকমতো কাজ করতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে।’
আলমের পিতা জামাল উদ্দিন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি। প্রায় এক বছর আগেও আলম হারিয়ে গিয়েছিল। তখনো পুলিশের সহযোগিতায় আলমকে ফিরে পেয়েছি। কিন্তু আজ কোনো জিডি ছাড়াই আলমকে ফিরে পেয়ে আমি খুব খুশি।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি মানসিক প্রতিবন্ধী। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেয়ে শনিবার রাত ৯টার দিকে তার পিতার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩৯ মিনিট আগে