নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৪ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে