মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় দুই টাকার জন্য দোকানি দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে দোকানঘরে হামলা, ভাঙচুর ও মারধরের এ ঘটনা ঘটে। পরে এদিন রাতেই ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় এজাহার করেছে ভুক্তভোগীরা।
আহত ভুক্তভোগীরা হলেন রেজাউল ইসলাম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫০)। তাঁরা মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা ডাকাতের মোড়ে ব্যবসা করে আসছিলেন।
আহত রেজাউল ইসলাম সরদারের ছেলে বুলবুল হোসেন বলেন, ‘রামপুর গ্রামের ভুলু সরদার মঙ্গলবার সন্ধ্যায় বাবার দোকানে এসে একটি পান, একটি শিঙাড়া ও দুধ চা খান। এতে তাঁর বিল দাঁড়ায় ১৭ টাকা। কিন্তু ভুলু সরদার ১৭ টাকার পরিবর্তে ১৫ টাকা দিতে চান। এ নিয়ে বাবার সঙ্গে ভুলু সরদারের কথা-কাটাকাটি হয়।’
বুলবুল আরও বলেন, ‘একপর্যায়ে ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁদের উভয়কে সরিয়ে দেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জল হোসেন বলেন, ‘ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর ভুলু সরদারের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল সরদারের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানদার রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী বুলু বেগমকে পিটিয়ে জখম করে। এ সময় চায়ের স্টল ও মুদিখানার দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে দেওয়া হয়।’
আহত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ অন্তত দেড় লাখ লুট করে নিয়ে যায়। এ ছাড়া আরও লাখ টাকার মালামালের ক্ষতি করে।
এদিকে ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ভুলু সরদার। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘এ-সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

নওগাঁর মান্দায় দুই টাকার জন্য দোকানি দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে দোকানঘরে হামলা, ভাঙচুর ও মারধরের এ ঘটনা ঘটে। পরে এদিন রাতেই ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় এজাহার করেছে ভুক্তভোগীরা।
আহত ভুক্তভোগীরা হলেন রেজাউল ইসলাম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫০)। তাঁরা মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা ডাকাতের মোড়ে ব্যবসা করে আসছিলেন।
আহত রেজাউল ইসলাম সরদারের ছেলে বুলবুল হোসেন বলেন, ‘রামপুর গ্রামের ভুলু সরদার মঙ্গলবার সন্ধ্যায় বাবার দোকানে এসে একটি পান, একটি শিঙাড়া ও দুধ চা খান। এতে তাঁর বিল দাঁড়ায় ১৭ টাকা। কিন্তু ভুলু সরদার ১৭ টাকার পরিবর্তে ১৫ টাকা দিতে চান। এ নিয়ে বাবার সঙ্গে ভুলু সরদারের কথা-কাটাকাটি হয়।’
বুলবুল আরও বলেন, ‘একপর্যায়ে ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁদের উভয়কে সরিয়ে দেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জল হোসেন বলেন, ‘ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর ভুলু সরদারের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল সরদারের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানদার রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী বুলু বেগমকে পিটিয়ে জখম করে। এ সময় চায়ের স্টল ও মুদিখানার দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে দেওয়া হয়।’
আহত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ অন্তত দেড় লাখ লুট করে নিয়ে যায়। এ ছাড়া আরও লাখ টাকার মালামালের ক্ষতি করে।
এদিকে ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ভুলু সরদার। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘এ-সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে