মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে ৪ আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জামদই গ্রামের আব্দুর রহমান পিন্টু (৩৫), একই গ্রামের মাহাফুজুর রহমান (২০), গোড়রা গ্রামের মোশারফ হোসেন বাবু (৪২) এবং বৈদ্যপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)। পুলিশের ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল জরুরি পরিষেবা ৯৯৯ থেকে মোবাইল দিয়ে জানানো হয় উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এমন সংবাদে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া সঙ্গীয় ফোর্সসহ আকবর আলীকে উদ্ধারের জন্য থানা থেকে জামদই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যপুর বাজারের চারমাথা মোড়ে পৌঁছালে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর কয়েকজন সহযোগী এএসআই নান্নু মিয়াকে দাঁড় করান। তাঁরা জানতে চান এত সকাল সকাল কোথায় এবং কেন যাচ্ছি। পথ আটকিয়ে চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের এসব প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এএসআই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়।
মামলার বাদী এএসআই নান্নু মিয়া বলেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পথ আটকিয়ে ঘটনাস্থল জামদই গ্রামে যেতেও বাধা প্রদান করেন। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানকে অবহিত করা হলে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আমাকে সেখানে থেকে উদ্ধার করেন। ঘটনার পর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এএসআই গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। আজ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁর মান্দায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে ৪ আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জামদই গ্রামের আব্দুর রহমান পিন্টু (৩৫), একই গ্রামের মাহাফুজুর রহমান (২০), গোড়রা গ্রামের মোশারফ হোসেন বাবু (৪২) এবং বৈদ্যপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)। পুলিশের ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল জরুরি পরিষেবা ৯৯৯ থেকে মোবাইল দিয়ে জানানো হয় উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এমন সংবাদে মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া সঙ্গীয় ফোর্সসহ আকবর আলীকে উদ্ধারের জন্য থানা থেকে জামদই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যপুর বাজারের চারমাথা মোড়ে পৌঁছালে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর কয়েকজন সহযোগী এএসআই নান্নু মিয়াকে দাঁড় করান। তাঁরা জানতে চান এত সকাল সকাল কোথায় এবং কেন যাচ্ছি। পথ আটকিয়ে চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের এসব প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এএসআই। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়।
মামলার বাদী এএসআই নান্নু মিয়া বলেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পথ আটকিয়ে ঘটনাস্থল জামদই গ্রামে যেতেও বাধা প্রদান করেন। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানকে অবহিত করা হলে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আমাকে সেখানে থেকে উদ্ধার করেন। ঘটনার পর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এএসআই গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। আজ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪১ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে