নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
এ বিষয়ে র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
এ বিষয়ে র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে