Ajker Patrika

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

নেত্রকোনা প্রতিনিধি
ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পাড় থেকে মো. রহমত আলী (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে লাশটি পাওয়া যায়। এর আগে গতকাল বুধবার বিকেলে তিনি মাঠে রোপণ করা বোরো ধানখেত দেখতে বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরেননি।

রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রহমত আলী বুধবার বিকেলে মাঠে রোপণ করা বোরো ধানখেত দেখতে বের হন। পরে রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে তাঁর লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রহমতের পরিবারের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা পরিষ্কার শেষে তীরে ওঠার সময় স্ট্রোক করে মারা যান। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাচ্ছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত