মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

কলেজের সহপাঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এক তরুণ। তিন বছর ধরে চলে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে তারা পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি জানতে পারে দুই পরিবার। ছেলের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হাওয়ায় বিয়ের ১১ দিন পর তরুণকে (স্বামী) ডিভোর্স দেন স্ত্রী।
পরে ওই তরুণ রাগে ক্ষোভে বেছে নিলেন অভিনব উপায়। বন্ধুদের সঙ্গে নিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং ব্রহ্মপুত্র নদে সাত ডুব দিয়ে নামাজ পড়ে শপথ নেন, তিনি জীবনে আর কখনো প্রেম ও বিয়ে করবেন না। শেষে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।
ঘটনাটি ঘটে গত শুক্রবার জামালপুরের মেলান্দহ উপজেলার পড়াগলী এলাকায়। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে জেলার সর্বত্র আলোচনা–সমালোচনা শুরু হয়।
স্থানীরা জানান, ওই তরুণ এসএসসি পাস করার পর উপজেলার একটি বেসরকারি কলেজে ভর্তি হন। এ সময় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক চলে টানা তিন বছর। গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে করেন তারা। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার ছেলের বাড়িতে আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের বিষয়টি মেনে নেয়নি মেয়ের পরিবার।
বিয়ের ১১ দিন পরে (৮ নভেম্বর) তরুণকে ডিভোর্স দেয় তাঁর স্ত্রী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে উপজেলার পড়াগলী এলাকায় নানার বাড়ি চলে আসেন। এখানে স্কুল মাঠে বন্ধুদের নিয়ে এক মন দুধ দিয়ে গোসল করেন এবং পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করে শপথ গ্রহণ করেন। তিনি আর কখনো জীবনে প্রেম ও বিয়ে করবেন না।
মোবাইলে ফোনে ওই তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘একই কলেজে পড়তাম তারপরে পরিচয়, ভালো লাগা ও প্রেম। প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক ছিল আমাদের। কিছুদিন আগে আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি। বিষয়টি জানাজানি হলে মেয়েকে জোর করে ধরে ডিভোর্স আমাকে দিয়েছে। আমি ৮ তারিখে ডিভোর্সের কাগজ পেয়েছি। পর কি করর এটাই ভেবে পাচ্ছিলাম না। শুক্রবারে দুধ দিয়ে গোসল করে শপথ করেছি আর জীবনে প্রেম ও বিয়ে করব না।’
তরুণের নানা বলেন, ‘আমার নাতি বৃহস্পতিবারের দিন বলে দুধ লাগবে ২০ কেজি। পরে বলছিলাম কি জন্য লাগবে। পরে বলল একটা কাজ আছে। পরে আরেকজনের কাছ থেকে ২০ কেজি দুধ নিয়ে স্কুল মাঠে গোসল করে শপথ গ্রহণ করেছে জীবনের বিয়ে ও প্রেম করবে না। পরে ঘটনাটি জানতে পারলাম প্রেম করে কি বিয়ে করছিল বিয়ের ১১ দিন পরেই বউ তাকে তালাক দিয়েছে এর জন্য এই কাণ্ড করেছে।’
তার নানি বলেন, ‘কাউকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের ১১ দিন পরেই ডিভোর্স দেয় মেয়েটি। ডিভোর্স দেওয়ার পরে নাতির মন খারাপ করে বসে থাকে। খাইতো বললেও খাই না, শুধু না খেয়ে বসে থাকে। পরে শুক্রবারের দিন স্কুল মাঠে এক মন দুধ দিয়ে গোসল করে শপথ করেছে, যে কখনো আর প্রেম ও বিয়ে করবেন না। পরের দিন ঢাকায় চলে গেছে।’
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ছেলেটি প্রেম করে বিয়ে করেছিল। ছেলের পরিবার গরিব হওয়া মেয়ের পরিবারের বিয়ের বিষয়টি মেনে নেয় নাই। মেয়েকে তার ভাই ও বাবা জোর করে ধরে ডিভোর্স দিয়েছেন। এতে ছেলেটি আঘাত পেয়ে ১ মণ দুধ দিয়ে গোসল করেছে এবং একই সময় ব্রহ্মপুত্র নদে গোসল করেন নামাজ পড়ে শপথ করেন তিনি আর কখনো প্রেম ও বিয়ে করবেন না।’

কলেজের সহপাঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এক তরুণ। তিন বছর ধরে চলে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে তারা পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি জানতে পারে দুই পরিবার। ছেলের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হাওয়ায় বিয়ের ১১ দিন পর তরুণকে (স্বামী) ডিভোর্স দেন স্ত্রী।
পরে ওই তরুণ রাগে ক্ষোভে বেছে নিলেন অভিনব উপায়। বন্ধুদের সঙ্গে নিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং ব্রহ্মপুত্র নদে সাত ডুব দিয়ে নামাজ পড়ে শপথ নেন, তিনি জীবনে আর কখনো প্রেম ও বিয়ে করবেন না। শেষে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।
ঘটনাটি ঘটে গত শুক্রবার জামালপুরের মেলান্দহ উপজেলার পড়াগলী এলাকায়। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে জেলার সর্বত্র আলোচনা–সমালোচনা শুরু হয়।
স্থানীরা জানান, ওই তরুণ এসএসসি পাস করার পর উপজেলার একটি বেসরকারি কলেজে ভর্তি হন। এ সময় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক চলে টানা তিন বছর। গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে করেন তারা। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার ছেলের বাড়িতে আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের বিষয়টি মেনে নেয়নি মেয়ের পরিবার।
বিয়ের ১১ দিন পরে (৮ নভেম্বর) তরুণকে ডিভোর্স দেয় তাঁর স্ত্রী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে উপজেলার পড়াগলী এলাকায় নানার বাড়ি চলে আসেন। এখানে স্কুল মাঠে বন্ধুদের নিয়ে এক মন দুধ দিয়ে গোসল করেন এবং পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করে শপথ গ্রহণ করেন। তিনি আর কখনো জীবনে প্রেম ও বিয়ে করবেন না।
মোবাইলে ফোনে ওই তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘একই কলেজে পড়তাম তারপরে পরিচয়, ভালো লাগা ও প্রেম। প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক ছিল আমাদের। কিছুদিন আগে আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি। বিষয়টি জানাজানি হলে মেয়েকে জোর করে ধরে ডিভোর্স আমাকে দিয়েছে। আমি ৮ তারিখে ডিভোর্সের কাগজ পেয়েছি। পর কি করর এটাই ভেবে পাচ্ছিলাম না। শুক্রবারে দুধ দিয়ে গোসল করে শপথ করেছি আর জীবনে প্রেম ও বিয়ে করব না।’
তরুণের নানা বলেন, ‘আমার নাতি বৃহস্পতিবারের দিন বলে দুধ লাগবে ২০ কেজি। পরে বলছিলাম কি জন্য লাগবে। পরে বলল একটা কাজ আছে। পরে আরেকজনের কাছ থেকে ২০ কেজি দুধ নিয়ে স্কুল মাঠে গোসল করে শপথ গ্রহণ করেছে জীবনের বিয়ে ও প্রেম করবে না। পরে ঘটনাটি জানতে পারলাম প্রেম করে কি বিয়ে করছিল বিয়ের ১১ দিন পরেই বউ তাকে তালাক দিয়েছে এর জন্য এই কাণ্ড করেছে।’
তার নানি বলেন, ‘কাউকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের ১১ দিন পরেই ডিভোর্স দেয় মেয়েটি। ডিভোর্স দেওয়ার পরে নাতির মন খারাপ করে বসে থাকে। খাইতো বললেও খাই না, শুধু না খেয়ে বসে থাকে। পরে শুক্রবারের দিন স্কুল মাঠে এক মন দুধ দিয়ে গোসল করে শপথ করেছে, যে কখনো আর প্রেম ও বিয়ে করবেন না। পরের দিন ঢাকায় চলে গেছে।’
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ছেলেটি প্রেম করে বিয়ে করেছিল। ছেলের পরিবার গরিব হওয়া মেয়ের পরিবারের বিয়ের বিষয়টি মেনে নেয় নাই। মেয়েকে তার ভাই ও বাবা জোর করে ধরে ডিভোর্স দিয়েছেন। এতে ছেলেটি আঘাত পেয়ে ১ মণ দুধ দিয়ে গোসল করেছে এবং একই সময় ব্রহ্মপুত্র নদে গোসল করেন নামাজ পড়ে শপথ করেন তিনি আর কখনো প্রেম ও বিয়ে করবেন না।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১০ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪০ মিনিট আগে