আরিফ আহম্মেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আজ (সোমবার) রায় ঘোষণা করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩ নম্বর আদালতে বিচারক মনির কামাল।
এ রায়কে কেন্দ্র করে সকাল থেকেই গৌরীপুরে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা। পৌর শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাবের টহল লক্ষ করা গেছে।
এ মামলার অন্যতম আসামি ছিলেন গৌরীপুর পৌরসভায় একাধিকবার নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ও তাঁর ছোট দুই ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম ও সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল। রায়ে তাঁরা তিনজনই খালাস পেয়েছেন। এতে মেয়র অনুসারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শুভ্রর পরিবার।
রায়ে সাতজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ও নয়জন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, চৌকিদার খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈম।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলের কর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলের কর্মী রাসেল মিয়া। মামলায় ১৯ আসামির মধ্যে বাকিদের খালাস দিয়েছেন আদালত।
মেয়রের আত্মীয় উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক বলেন, ‘রায়ে সত্যের জয় হয়েছে। আদালতের প্রতি আমাদের শতভাগ আস্থা ছিল, আমরা ন্যায়বিচার পেয়েছি।’
গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন বলেন, ‘মেয়রকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এ রায়ে সত্য ও জনতার জয় হয়েছে, আমরা খুশি।’
অপরদিকে নিহত মাসুদুর রহমান শুভ্রর বাবা ডা. সিদ্দিকুর রহমান (বাবুল) বলেন, ‘আমার ছেলেকে হত্যার প্রকৃত পরিকল্পনাকারীরা খালাস পেয়েছে, এ রায় মানি না। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
উল্লেখ্য, গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর পৌর শহরের পানমহালে কুপিয়ে হত্যা করা হয়। বিচার চেয়ে শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় ও ২০২১ সালের ৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।
প্রতিবেদনে চার্জশিটভুক্ত ১৪ জন ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধানে আরও ৫ জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯ জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দেওয়া হয়।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শুভ্র হত্যা মামলায় রায়কে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ সতর্ক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আজ (সোমবার) রায় ঘোষণা করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩ নম্বর আদালতে বিচারক মনির কামাল।
এ রায়কে কেন্দ্র করে সকাল থেকেই গৌরীপুরে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা। পৌর শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাবের টহল লক্ষ করা গেছে।
এ মামলার অন্যতম আসামি ছিলেন গৌরীপুর পৌরসভায় একাধিকবার নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ও তাঁর ছোট দুই ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম ও সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল। রায়ে তাঁরা তিনজনই খালাস পেয়েছেন। এতে মেয়র অনুসারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শুভ্রর পরিবার।
রায়ে সাতজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ও নয়জন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, চৌকিদার খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈম।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলের কর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলের কর্মী রাসেল মিয়া। মামলায় ১৯ আসামির মধ্যে বাকিদের খালাস দিয়েছেন আদালত।
মেয়রের আত্মীয় উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক বলেন, ‘রায়ে সত্যের জয় হয়েছে। আদালতের প্রতি আমাদের শতভাগ আস্থা ছিল, আমরা ন্যায়বিচার পেয়েছি।’
গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন বলেন, ‘মেয়রকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এ রায়ে সত্য ও জনতার জয় হয়েছে, আমরা খুশি।’
অপরদিকে নিহত মাসুদুর রহমান শুভ্রর বাবা ডা. সিদ্দিকুর রহমান (বাবুল) বলেন, ‘আমার ছেলেকে হত্যার প্রকৃত পরিকল্পনাকারীরা খালাস পেয়েছে, এ রায় মানি না। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
উল্লেখ্য, গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর পৌর শহরের পানমহালে কুপিয়ে হত্যা করা হয়। বিচার চেয়ে শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় ও ২০২১ সালের ৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।
প্রতিবেদনে চার্জশিটভুক্ত ১৪ জন ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধানে আরও ৫ জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯ জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দেওয়া হয়।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শুভ্র হত্যা মামলায় রায়কে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ সতর্ক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩১ মিনিট আগে