বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে শাখা ছাত্র ইউনিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়। বিজ্ঞপ্তিতে ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলা করে হলের ছাত্রলীগের নেতারা। হামলায় অংশগ্রহণকারীরা হলেন, সদ্য বিলুপ্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল ও মাহামুদুল হাসান মুরাদ এবং দপ্তর সম্পাদক নাঈম আহমেদ সরকার। হামলায় আহত হয়ে অনন্য ঈদ-ই-আমিন ময়মনসিংহের পপুলার হাসপাতালে চিকিৎসা নেন। ঈশা খাঁ হল প্রভোস্টের প্রত্যক্ষ মদদে হলের ছাত্রলীগের নেতারা এই হামলা করেছেন বলে অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের নেতারা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা হলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হলের কর্মচারীদের চাপ প্রয়োগ করছিল। এ বিষয়ে কথা বলতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়। তবে পরে হলের প্রভোস্ট এসে বিষয়টি মীমাংসা করে দেন।’
ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক আরেক যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান মুরাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে নাঈম আহমেদ সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে সোমবার সন্ধ্যায় হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্র ইউনিয়ন ও বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, ‘অসুস্থ থাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানতে পারলে আমি ওই অবস্থাতেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দিই। আমি হলের গার্জিয়ান হিসেবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি কখনই চাই না আমার হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। তবে হামলায় প্রত্যক্ষ মদদের বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, এমন ঘটনা কখনই কাম্য নয়। শিক্ষক হিসেবে কেউই চায় না ক্যাম্পাসে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। বিষয়টা দুই পক্ষের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে শাখা ছাত্র ইউনিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়। বিজ্ঞপ্তিতে ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলা করে হলের ছাত্রলীগের নেতারা। হামলায় অংশগ্রহণকারীরা হলেন, সদ্য বিলুপ্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল ও মাহামুদুল হাসান মুরাদ এবং দপ্তর সম্পাদক নাঈম আহমেদ সরকার। হামলায় আহত হয়ে অনন্য ঈদ-ই-আমিন ময়মনসিংহের পপুলার হাসপাতালে চিকিৎসা নেন। ঈশা খাঁ হল প্রভোস্টের প্রত্যক্ষ মদদে হলের ছাত্রলীগের নেতারা এই হামলা করেছেন বলে অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের নেতারা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা হলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হলের কর্মচারীদের চাপ প্রয়োগ করছিল। এ বিষয়ে কথা বলতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়। তবে পরে হলের প্রভোস্ট এসে বিষয়টি মীমাংসা করে দেন।’
ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক আরেক যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান মুরাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে নাঈম আহমেদ সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে সোমবার সন্ধ্যায় হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্র ইউনিয়ন ও বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, ‘অসুস্থ থাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানতে পারলে আমি ওই অবস্থাতেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দিই। আমি হলের গার্জিয়ান হিসেবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি কখনই চাই না আমার হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। তবে হামলায় প্রত্যক্ষ মদদের বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, এমন ঘটনা কখনই কাম্য নয়। শিক্ষক হিসেবে কেউই চায় না ক্যাম্পাসে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। বিষয়টা দুই পক্ষের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে