নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে সংস্কারের চার দিনের মাথায় ধসে পড়েছে ফসল রক্ষা বাঁধ। অভিযোগ উঠেছে, কাজের মান খারাপ হওয়াসহ প্রকল্পে অনিয়মের কারণেই বাঁধ ধসে পড়েছে।
উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ‘বালুই ব্রিজ উত্তরপাড় ফসল রক্ষা বাঁধ উপ-প্রকল্প’ বাঁধটি গত শনিবার ধসে পড়ে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এর সংস্কারকাজ শেষ হয়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পাউবোর তত্ত্বাবধানে হাওরে বোরো ফসল রক্ষায় কাবিটা কর্মসূচির আওতায় জেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ২০৬টি বাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মদন উপজেলায় ২৪টি বাঁধ রয়েছে। এ কাজের বরাদ্দ ধরা হয় ২ কোটি ৫ লাখ টাকা। এক কিলোমিটার দৈর্ঘ্যের ‘বালুই ব্রিজ উত্তরপাড় ফসল রক্ষা বাঁধ উপ-প্রকল্প’ বাঁধটির বরাদ্দ ১৮ লাখ ১১ হাজার ৯৭৯ টাকা। গত বছরের ১৫ ডিসেম্বর জেলার সব বাঁধের নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি।
স্থানীয় কৃষকেরা বলেন, ফসল রক্ষা বাঁধ নিয়ে প্রতিবছরই অনিয়মের অভিযোগ ওঠে। তবু এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেলে উপজেলার হাজার হাজার কৃষকের বেঁচে থাকার অবলম্বন শেষ হয়ে যাবে। এলাকায় খাদ্য সংকট দেখা দেবে। পরিবার পরিজন নিয়ে কৃষকেরা পথে বসবে। সেই সঙ্গে গো-খাদ্যর সংকটও দেখা দেবে।
উপজেলার গোবিন্দশ্রী গ্রামের রফিকুল ইসলাম, আনু মিয়া ও গোলাম কিবরিয়া বলেন, ‘হাওরে একটি মাত্র বোরো ফসলের ওপর আমাদের নির্ভর করতে হয়। আগাম বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেলে পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে। একই অবস্থা হবে পুরো এলাকার কৃষকদের।’
কৃষকের অভিযোগ, পাশে জায়গা থাকলেও বাঁধটি নদীর পাড় ঘেঁষে করা হয়েছে। এ ছাড়া মাটি আটকে রাখার জন্য পর্যাপ্ত বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়নি। এ ছাড়া যথাযথভাবে মাটি বসানো হয়নি। যে কারণে বাঁধটি ধসে পড়েছে।
পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, কৃষকেরা জায়গা না দেওয়ায় বাঁধটি নদীর পাড় ঘেঁষে করা হয়েছে। নদীর ঢেউয়ে নদীর পাড়সহ বাঁধটির কিছু অংশ ধসে গেছে। এখন এটি মেরামতে দুই সারিতে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। পরে এতে বালুভর্তি বস্তা দেওয়া হবে। তবে বাঁধটি ধসের কারণ হিসেবে মাটি আটকানোর জন্য বাঁশের বেড়া প্রয়োজনের চেয়ে অপ্রতুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।
পিআইসির সভাপতি আজিজুল হক সোহেল বলেন, নিচের অংশ গভীর হওয়ায় মাটি দিলেও হারিয়ে যায়। বাঁশের বেড়া ও রড দিয়ে শক্ত টানা দেওয়া হয়েছিল। তবু সম্প্রতি বাঁধটি ধসে গেছে। বাঁধটি টেকসইভাবে দেওয়ার জন্য বরাদ্দ আরও বাড়ানো উচিত।
পিআইসির সভাপতি আরও বলেন, ‘নির্ধারিত টাকাই তো সময়মতো পাওয়া যায় না। অতিরিক্ত বরাদ্দ পরের বিষয়। এসব কাজে আমাদের লোকসান হয়। নিজের জমি আর ফসলের মায়ায় এ কাজ নিই। বাঁধটি শক্তভাবে মেরামতের জন্য বরাদ্দ বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। তবে এখনো বরাদ্দ পাইনি।’
উপজেলা কাবিটা কর্মসূচির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন বলেন, ধসে যাওয়া জায়গাটি মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, জায়গাটি অনেক গভীর বিধায় এমনটা হয়েছে। দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নেত্রকোনার মদনে সংস্কারের চার দিনের মাথায় ধসে পড়েছে ফসল রক্ষা বাঁধ। অভিযোগ উঠেছে, কাজের মান খারাপ হওয়াসহ প্রকল্পে অনিয়মের কারণেই বাঁধ ধসে পড়েছে।
উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ‘বালুই ব্রিজ উত্তরপাড় ফসল রক্ষা বাঁধ উপ-প্রকল্প’ বাঁধটি গত শনিবার ধসে পড়ে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এর সংস্কারকাজ শেষ হয়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পাউবোর তত্ত্বাবধানে হাওরে বোরো ফসল রক্ষায় কাবিটা কর্মসূচির আওতায় জেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ২০৬টি বাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মদন উপজেলায় ২৪টি বাঁধ রয়েছে। এ কাজের বরাদ্দ ধরা হয় ২ কোটি ৫ লাখ টাকা। এক কিলোমিটার দৈর্ঘ্যের ‘বালুই ব্রিজ উত্তরপাড় ফসল রক্ষা বাঁধ উপ-প্রকল্প’ বাঁধটির বরাদ্দ ১৮ লাখ ১১ হাজার ৯৭৯ টাকা। গত বছরের ১৫ ডিসেম্বর জেলার সব বাঁধের নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি।
স্থানীয় কৃষকেরা বলেন, ফসল রক্ষা বাঁধ নিয়ে প্রতিবছরই অনিয়মের অভিযোগ ওঠে। তবু এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেলে উপজেলার হাজার হাজার কৃষকের বেঁচে থাকার অবলম্বন শেষ হয়ে যাবে। এলাকায় খাদ্য সংকট দেখা দেবে। পরিবার পরিজন নিয়ে কৃষকেরা পথে বসবে। সেই সঙ্গে গো-খাদ্যর সংকটও দেখা দেবে।
উপজেলার গোবিন্দশ্রী গ্রামের রফিকুল ইসলাম, আনু মিয়া ও গোলাম কিবরিয়া বলেন, ‘হাওরে একটি মাত্র বোরো ফসলের ওপর আমাদের নির্ভর করতে হয়। আগাম বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেলে পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে। একই অবস্থা হবে পুরো এলাকার কৃষকদের।’
কৃষকের অভিযোগ, পাশে জায়গা থাকলেও বাঁধটি নদীর পাড় ঘেঁষে করা হয়েছে। এ ছাড়া মাটি আটকে রাখার জন্য পর্যাপ্ত বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়নি। এ ছাড়া যথাযথভাবে মাটি বসানো হয়নি। যে কারণে বাঁধটি ধসে পড়েছে।
পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, কৃষকেরা জায়গা না দেওয়ায় বাঁধটি নদীর পাড় ঘেঁষে করা হয়েছে। নদীর ঢেউয়ে নদীর পাড়সহ বাঁধটির কিছু অংশ ধসে গেছে। এখন এটি মেরামতে দুই সারিতে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। পরে এতে বালুভর্তি বস্তা দেওয়া হবে। তবে বাঁধটি ধসের কারণ হিসেবে মাটি আটকানোর জন্য বাঁশের বেড়া প্রয়োজনের চেয়ে অপ্রতুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।
পিআইসির সভাপতি আজিজুল হক সোহেল বলেন, নিচের অংশ গভীর হওয়ায় মাটি দিলেও হারিয়ে যায়। বাঁশের বেড়া ও রড দিয়ে শক্ত টানা দেওয়া হয়েছিল। তবু সম্প্রতি বাঁধটি ধসে গেছে। বাঁধটি টেকসইভাবে দেওয়ার জন্য বরাদ্দ আরও বাড়ানো উচিত।
পিআইসির সভাপতি আরও বলেন, ‘নির্ধারিত টাকাই তো সময়মতো পাওয়া যায় না। অতিরিক্ত বরাদ্দ পরের বিষয়। এসব কাজে আমাদের লোকসান হয়। নিজের জমি আর ফসলের মায়ায় এ কাজ নিই। বাঁধটি শক্তভাবে মেরামতের জন্য বরাদ্দ বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। তবে এখনো বরাদ্দ পাইনি।’
উপজেলা কাবিটা কর্মসূচির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন বলেন, ধসে যাওয়া জায়গাটি মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, জায়গাটি অনেক গভীর বিধায় এমনটা হয়েছে। দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে