Ajker Patrika

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
জব্দ করা ভারতীয় জিরা। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা ভারতীয় জিরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় দিয়ে চোরাই পথে আনা ১৫৪ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার ১০০টি ভারতীয় সাবান জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাত ১১টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালিয়ে এসব জব্দ করে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা-পুলিশ।

উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে খবর আসে ভারত থেকে অবৈধভাবে হালুয়াঘাট গোবড়াকুড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জিরা ও সাবান এনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালায়। অভিযানের খবরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মেঘরাজের বাড়িতে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আজ সোমবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বস্তায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকটা বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় কত কেজি জিরা রয়েছে পরিমাপ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় চোরাকারবারিরা সটকে পড়ে। তবে যার বাড়িতে পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত