হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় দিয়ে চোরাই পথে আনা ১৫৪ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার ১০০টি ভারতীয় সাবান জব্দ করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালিয়ে এসব জব্দ করে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে খবর আসে ভারত থেকে অবৈধভাবে হালুয়াঘাট গোবড়াকুড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জিরা ও সাবান এনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালায়। অভিযানের খবরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মেঘরাজের বাড়িতে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আজ সোমবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বস্তায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকটা বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় কত কেজি জিরা রয়েছে পরিমাপ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় চোরাকারবারিরা সটকে পড়ে। তবে যার বাড়িতে পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় দিয়ে চোরাই পথে আনা ১৫৪ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার ১০০টি ভারতীয় সাবান জব্দ করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালিয়ে এসব জব্দ করে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে খবর আসে ভারত থেকে অবৈধভাবে হালুয়াঘাট গোবড়াকুড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জিরা ও সাবান এনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালায়। অভিযানের খবরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মেঘরাজের বাড়িতে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আজ সোমবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বস্তায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকটা বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় কত কেজি জিরা রয়েছে পরিমাপ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় চোরাকারবারিরা সটকে পড়ে। তবে যার বাড়িতে পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১০ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪০ মিনিট আগে