Ajker Patrika

স্বামীর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
স্বামীর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীও মারা গেছেন। আজ বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।

জানা গেছে, বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭৮) ছিলেন পেশায় একজন কৃষক। কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি নিজ বাড়িতে মারা যান। শোকের ছায়া কাটতে না কাটতেই দুপুর ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুর রহমানের স্ত্রী জুবেদা খাতুন (৬৮)। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁরা তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, আমার চাচা আব্দুর রহমান জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া তেমন শারীরিক অসুস্থতা ছিল না। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মারা যান। এদিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে দুপুর ১২টায় চাচি জুবেদা খাতুন মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

দম্পতির মৃত্যুর বিষয়টি রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি নিশ্চিত করেছেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত