জামালপুর ও বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের বাড়ি বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকায় যান ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা নাদিমের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নাদিমের কবর জিয়ারত করেন। বেলা ১টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সমাবেশে আরও বক্তব্য দেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশারফ হোসেন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম হুসাইন শাহীদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের বুদ্ধিজীবীদের আল বদর, রাজাকাররা যেভাবে পিটিয়ে, চোখ তুলে হত্যা করেছে, সেভাবেই নাদিমকে হত্যা করা হয়েছে। সেই একাত্তরের রাজাকার-আলবদরের প্রেতাত্মারা নাদিমকে হত্যা করেছে। প্রকৃত নির্দেশ ও হুমকিদাতাদের নাম অন্তর্ভুক্ত করে নাদিম হত্যার বিচার শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামির গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে মদদদাতা, অর্থ দাতাসহ এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছে, সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।’
প্রসঙ্গত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান বাবু, তাঁর ছেলে রিফাতসহ ২২ জনের নামে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁছজন এজাহারভুক্ত আসামি রয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের বাড়ি বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকায় যান ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা নাদিমের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নাদিমের কবর জিয়ারত করেন। বেলা ১টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সমাবেশে আরও বক্তব্য দেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশারফ হোসেন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম হুসাইন শাহীদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের বুদ্ধিজীবীদের আল বদর, রাজাকাররা যেভাবে পিটিয়ে, চোখ তুলে হত্যা করেছে, সেভাবেই নাদিমকে হত্যা করা হয়েছে। সেই একাত্তরের রাজাকার-আলবদরের প্রেতাত্মারা নাদিমকে হত্যা করেছে। প্রকৃত নির্দেশ ও হুমকিদাতাদের নাম অন্তর্ভুক্ত করে নাদিম হত্যার বিচার শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামির গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে মদদদাতা, অর্থ দাতাসহ এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছে, সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।’
প্রসঙ্গত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান বাবু, তাঁর ছেলে রিফাতসহ ২২ জনের নামে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁছজন এজাহারভুক্ত আসামি রয়েছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে