ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদনের তথ্যের জন্য গেলে ‘পরিকল্পিতভাবে’ এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহত সাংবাদিকদের।
হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।
আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে গত কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাঁদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করেন। তাঁদের হামলায় আহত হয়েছি আমরা চারজন। পরে স্থানীয় কয়েকজন এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।’
নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এর পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম আমাদের প্রতি ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তাঁর নির্দেশে হামলা হয়েছে আমাদের ওপর। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তা অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদনের তথ্যের জন্য গেলে ‘পরিকল্পিতভাবে’ এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহত সাংবাদিকদের।
হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।
আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে গত কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাঁদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করেন। তাঁদের হামলায় আহত হয়েছি আমরা চারজন। পরে স্থানীয় কয়েকজন এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।’
নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এর পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম আমাদের প্রতি ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তাঁর নির্দেশে হামলা হয়েছে আমাদের ওপর। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তা অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে