প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে নবনির্মিত স্মৃতিসৌধের নামফলকে ‘গণশহীদদের’ নামের তালিকার শিরোনামে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এ ভুলের জন্য একে অপরকে দায়ী করছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, ‘শালিহর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের শুরু থেকেই চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কেবল একটি ভুল নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণশহীদদের প্রতি অবহেলা করা হয়েছে।’
কমান্ডের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা অভিযোগ করে বলেন, ‘শুধু ইতিহাস বিকৃতি নয়, এ স্মৃতিসৌধ নির্মাণে ব্যাপক কারচুপি ও অনিয়ম করা হয়েছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সামিল।’ এ ভুলটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণশহীদদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখপূর্বক তালিকা মোতাবেক বধ্যভূমির স্মৃতিসৌধের নামফলকে তাঁদের নাম লেখা হয়েছে। আর এ তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা ছাড়া নবনির্মিত স্মৃতিসৌধ হস্তান্তরের সময় এ বিষয়ে ইউএনও কোনো অভিযোগ করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে উল্লেখিত ব্যক্তিদের গণশহীদ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। কাউকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়নি। এ ভুলের দায় গণপূর্ত বিভাগের।’ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে তিনি জানান।

গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে নবনির্মিত স্মৃতিসৌধের নামফলকে ‘গণশহীদদের’ নামের তালিকার শিরোনামে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এ ভুলের জন্য একে অপরকে দায়ী করছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, ‘শালিহর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের শুরু থেকেই চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কেবল একটি ভুল নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণশহীদদের প্রতি অবহেলা করা হয়েছে।’
কমান্ডের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা অভিযোগ করে বলেন, ‘শুধু ইতিহাস বিকৃতি নয়, এ স্মৃতিসৌধ নির্মাণে ব্যাপক কারচুপি ও অনিয়ম করা হয়েছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সামিল।’ এ ভুলটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণশহীদদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখপূর্বক তালিকা মোতাবেক বধ্যভূমির স্মৃতিসৌধের নামফলকে তাঁদের নাম লেখা হয়েছে। আর এ তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা ছাড়া নবনির্মিত স্মৃতিসৌধ হস্তান্তরের সময় এ বিষয়ে ইউএনও কোনো অভিযোগ করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে উল্লেখিত ব্যক্তিদের গণশহীদ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। কাউকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়নি। এ ভুলের দায় গণপূর্ত বিভাগের।’ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে তিনি জানান।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৩ মিনিট আগে