Ajker Patrika

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় এক অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালকের নাম শরিফুল ইসলাম (৪৭)। তিনি উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালক শরিফুল ঘটনাস্থলেই নিহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর চালক প্রাইভেট কার রেখে পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেট কার জব্দ করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত