ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগের কর্মী মো. শহীদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. সানি (২২)।
আহতরা জানান, ‘আমরা ক্যাম্প বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকেরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করে।’
দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে নৌকার সমর্থকদের গুলি করার হুমকি দেয়।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মোহিত উর রহমান শান্ত নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্টা মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০ / ২৫ জন দুষ্কৃতকারী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতা কর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগের কর্মী মো. শহীদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. সানি (২২)।
আহতরা জানান, ‘আমরা ক্যাম্প বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকেরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করে।’
দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে নৌকার সমর্থকদের গুলি করার হুমকি দেয়।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মোহিত উর রহমান শান্ত নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্টা মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০ / ২৫ জন দুষ্কৃতকারী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতা কর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে