নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।
তাদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে ও লুটপাট চালায় হামলাকারীরা। সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।
তাদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে ও লুটপাট চালায় হামলাকারীরা। সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তাঁরা এ কথা জানান।
৩ মিনিট আগেআজ মঙ্গলবার সকালে মমিন হোসেনের বাড়িতে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছায়। তিনি ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।
৭ মিনিট আগেপাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেশিগগিরই দাবি মেনে নেওয়া না হলে বা দাবি অগ্রাহ্য করলে শপথের দাবিতে চলমান আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবারও রাজপথে যাবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এই আন্দোলনকে এভাবে অগ্রাহ্য করবেন। তাহলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবার রাজপথ
১১ মিনিট আগে