বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আশিকুর রহমানের ওপর ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানকে সভাপতি এবং সহকারী প্রক্টর ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিলকে সদস্যসচিব করে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হলের প্রভোস্ট ও একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান।
তবে তদন্ত কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এমন কোনো নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
এ বিষয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ বলেন, ‘সাংবাদিক মারধরের ঘটনায় গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালকেই কমিটির সদস্যদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তটি সময় সাপেক্ষ হতে পারে এই বিবেচনায় নির্ধারিত সময় দেওয়া হয়নি। কমিটির সদস্যরা তদন্ত শুরু করলে হয়ত জানাতে পারবেন যে কত দিন সময় লাগতে পারে।’
তদন্ত কমিটির সভাপতি ড. মনিরুজ্জামান বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমি চিঠি হাতে পেয়েছি। চিঠির ভেতরে কোনো নির্ধারিত দিন কিংবা পূর্ণাঙ্গ ঘটনা উল্লেখ করা হয়নি, শুধু শিরোনাম দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে আরও দুজন রয়েছেন। তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, এ বিষয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করব।’
উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ের সজিব হোটেলে খাবার খেতে গেলে কৃষি অনুষদীয় ছাত্রলীগের সভাপতি শাহীনুর রেজা এবং পশুপালন অনুষদীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবের অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক আশিকুর রহমান। ঘটনার বিচার চেয়ে ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আশিকুর রহমানের ওপর ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানকে সভাপতি এবং সহকারী প্রক্টর ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিলকে সদস্যসচিব করে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হলের প্রভোস্ট ও একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান।
তবে তদন্ত কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এমন কোনো নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
এ বিষয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ বলেন, ‘সাংবাদিক মারধরের ঘটনায় গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালকেই কমিটির সদস্যদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তটি সময় সাপেক্ষ হতে পারে এই বিবেচনায় নির্ধারিত সময় দেওয়া হয়নি। কমিটির সদস্যরা তদন্ত শুরু করলে হয়ত জানাতে পারবেন যে কত দিন সময় লাগতে পারে।’
তদন্ত কমিটির সভাপতি ড. মনিরুজ্জামান বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমি চিঠি হাতে পেয়েছি। চিঠির ভেতরে কোনো নির্ধারিত দিন কিংবা পূর্ণাঙ্গ ঘটনা উল্লেখ করা হয়নি, শুধু শিরোনাম দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে আরও দুজন রয়েছেন। তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, এ বিষয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করব।’
উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ের সজিব হোটেলে খাবার খেতে গেলে কৃষি অনুষদীয় ছাত্রলীগের সভাপতি শাহীনুর রেজা এবং পশুপালন অনুষদীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবের অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক আশিকুর রহমান। ঘটনার বিচার চেয়ে ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৫ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে