Ajker Patrika

মাকে মারধর করছিল ছেলে, বাধা দেওয়ায় মামাকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারিবারিক কলহে মাকে মারধর করছিল ছেলে মাজহারুল (২০)। মারধরের ঘটনায় তাকে শাসন করতে যান মামা কাঞ্চন মিয়া (৬০)। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে কাঞ্চন মিয়া নিহত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

নিহত কাঞ্চন মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের কাউছু মিয়ার ছেলে। আর অভিযুক্ত মাজহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক মাজহারুল প্রায় সময়ই তার মা মাজেদা আক্তারকে (৪৫) শারীরিকভাবে নির্যাতন করেতো। অন্যদিনের মতো মঙ্গলবার মাজহারুল তার মাকে মারধর করে। ছেলের অত্যাচার নির্যাতনের বিচার চাইতে মাজেদা তার ভাই কাঞ্চন মিয়াকে জানান। মঙ্গলবার বিকেলে কাঞ্চন মিয়া শাসন করতে ভাগনের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ভাগনে মাজহারুল উত্তেজিত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে কাঞ্চন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত কাঞ্চন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে মাজহারুল প্রায়ই তার মাকে মারধর করত। অন্যান্য দিনের মতো আজকেও মাজহারুল তার মাকে মারধর করে। বিষয়টি তার মামা কাঞ্চন মিয়া জেনে ভাগনেকে শাসন করতে যায়। তবে শাসন করায় ক্ষিপ্ত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাজহারুল। পরে গুরুতর আহত কাঞ্চনকে মমেক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, লাশ এখনো মমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আগামীকাল থানায় মামলা করবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

ঘটনার পর অভিযুক্ত মাজহারুল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত