প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর থেকে কোরবানির পশু ঢাকায় নিয়ে যেতে চালু হবে বিশেষ ট্রেন। গতবারের মতো এবারও পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ওই ট্রেনে কোরবানির গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা যাবে।
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই এই তিন দিন ক্যাটল স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হবে। এ ছাড়া পশু পরিবহন করার জন্য দুটি রেক (সিঁড়ি) প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যাবে। প্রতিটি ট্রেনে ২৪টি করে ওয়াগন থাকার কথা রয়েছে।
পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিতে পারবেন।
পশু পরিবহনে বিশেষ ওই ট্রেনে ইসলামপুর ছাড়াও জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ, জামালপুর, দুরমুটসহ ময়মনসিংহ স্টেশন থেকে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়।
কোরবানি উপলক্ষে পশু পরিবহনে ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীর বরাত দিয়ে ইসলামপুর রেলওয়ে বাজার স্টেশন মাস্টার মো. আজগর আলী জানান, 'কোরবানির পশু পরিবহনে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে করোনা পরিস্থিতি কোন দিকে যায়, সেটা একটা বিষয়। আমরা আশা করছি, ক্যাটল স্পেশাল ট্রেন চলবে।'
উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

জামালপুরের ইসলামপুর থেকে কোরবানির পশু ঢাকায় নিয়ে যেতে চালু হবে বিশেষ ট্রেন। গতবারের মতো এবারও পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ওই ট্রেনে কোরবানির গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা যাবে।
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই এই তিন দিন ক্যাটল স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হবে। এ ছাড়া পশু পরিবহন করার জন্য দুটি রেক (সিঁড়ি) প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যাবে। প্রতিটি ট্রেনে ২৪টি করে ওয়াগন থাকার কথা রয়েছে।
পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিতে পারবেন।
পশু পরিবহনে বিশেষ ওই ট্রেনে ইসলামপুর ছাড়াও জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ, জামালপুর, দুরমুটসহ ময়মনসিংহ স্টেশন থেকে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়।
কোরবানি উপলক্ষে পশু পরিবহনে ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীর বরাত দিয়ে ইসলামপুর রেলওয়ে বাজার স্টেশন মাস্টার মো. আজগর আলী জানান, 'কোরবানির পশু পরিবহনে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে করোনা পরিস্থিতি কোন দিকে যায়, সেটা একটা বিষয়। আমরা আশা করছি, ক্যাটল স্পেশাল ট্রেন চলবে।'
উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩০ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪০ মিনিট আগে