ময়মনসিংহ প্রতিনিধি

আবারও ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেওয়া হলে বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে আটকে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ২টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আউলিয়ানগর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শহরে এখানকার অনেক শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করে। ট্রেনটি সকালে স্টেশনে থামলে এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে কাজ শেষে একই ট্রেনে বিকেল ৪টার দিকে চলে আসতে পারত।
শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেন স্টেশনে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় আন্দোলন করতে হচ্ছে। ট্রেনটি আগামী দুই মাসের মধ্যে স্টেশনে থামানোর ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি, এর ব্যত্যয় ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, সকালে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, ট্রেন অবরোধ করে আন্দোলন করায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আউলিয়ানগর স্টেশনে আগামী দুই মাসের মধ্যে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আউলিয়ারনগর রেলস্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ৫ ও ১৫ সেপ্টেম্বর রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

আবারও ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেওয়া হলে বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে আটকে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ২টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আউলিয়ানগর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শহরে এখানকার অনেক শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করে। ট্রেনটি সকালে স্টেশনে থামলে এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে কাজ শেষে একই ট্রেনে বিকেল ৪টার দিকে চলে আসতে পারত।
শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেন স্টেশনে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় আন্দোলন করতে হচ্ছে। ট্রেনটি আগামী দুই মাসের মধ্যে স্টেশনে থামানোর ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি, এর ব্যত্যয় ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, সকালে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, ট্রেন অবরোধ করে আন্দোলন করায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আউলিয়ানগর স্টেশনে আগামী দুই মাসের মধ্যে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আউলিয়ারনগর রেলস্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ৫ ও ১৫ সেপ্টেম্বর রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে