ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে