ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৪১ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে