নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে তৃতীয় বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে আটকা পড়েন বরসহ বরযাত্রী। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হয় তারা। গত রোববার রাতে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. স্বপন মিয়া (২৭) তৃতীয় বিয়ে করতে যান সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে। গত রোববার বরযাত্রী যাওয়ার পর খাওয়া-দাওয়া শেষ হয়। পরে সন্ধ্যার দিকে কাজি বিয়ে পড়াতে গেলে বিপত্তি বাধে। বিয়ের আগমুহূর্তে কনে জানতে পারেন স্বপন মিয়া আগে আরও দুটি বিয়ে করেছেন। কিছুদিন সংসার করার পর তাঁর নির্যাতনে সেই দুই বউ চলে গেছেন। এ নিয়ে বিয়েবাড়িতে হট্টগোল সৃষ্টি হয়।
আরও জানা যায়, একপর্যায়ে কনের বাড়ি থেকে বর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কনের বাড়ির লোকজন বর স্বপন মিয়াসহ বরযাত্রীদের আটকে রেখে মারধর করে। এতে বরের অন্তঃসত্ত্বা বোন অসুস্থ হয়ে পড়েন। এ সময় কৌশলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান তাঁরা। পরে নান্দাইল মডেল থানা–পুলিশ গিয়ে বরসহ অন্যদের উদ্ধার করে।
এ বিষয়ে বর স্বপন মিয়া বলেন, ‘আমি আগে আরও দুটি বিয়ে করেছিলাম। ঘটক হয়তো একটি বিয়ের কথা বলেছে। বিষয়টি শুনতে পেয়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাদের আটক করেছিলেন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করি। কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনকে মারধর করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইলে তৃতীয় বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে আটকা পড়েন বরসহ বরযাত্রী। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হয় তারা। গত রোববার রাতে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. স্বপন মিয়া (২৭) তৃতীয় বিয়ে করতে যান সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে। গত রোববার বরযাত্রী যাওয়ার পর খাওয়া-দাওয়া শেষ হয়। পরে সন্ধ্যার দিকে কাজি বিয়ে পড়াতে গেলে বিপত্তি বাধে। বিয়ের আগমুহূর্তে কনে জানতে পারেন স্বপন মিয়া আগে আরও দুটি বিয়ে করেছেন। কিছুদিন সংসার করার পর তাঁর নির্যাতনে সেই দুই বউ চলে গেছেন। এ নিয়ে বিয়েবাড়িতে হট্টগোল সৃষ্টি হয়।
আরও জানা যায়, একপর্যায়ে কনের বাড়ি থেকে বর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কনের বাড়ির লোকজন বর স্বপন মিয়াসহ বরযাত্রীদের আটকে রেখে মারধর করে। এতে বরের অন্তঃসত্ত্বা বোন অসুস্থ হয়ে পড়েন। এ সময় কৌশলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান তাঁরা। পরে নান্দাইল মডেল থানা–পুলিশ গিয়ে বরসহ অন্যদের উদ্ধার করে।
এ বিষয়ে বর স্বপন মিয়া বলেন, ‘আমি আগে আরও দুটি বিয়ে করেছিলাম। ঘটক হয়তো একটি বিয়ের কথা বলেছে। বিষয়টি শুনতে পেয়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাদের আটক করেছিলেন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করি। কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনকে মারধর করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে