নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের জুয়া খেলার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তিনি উপজেলার আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী।
ভিডিও ক্লিপে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আরও বেশ কয়েকজনকে নিয়ে একটি ঘরে জুয়া খেলছেন। সামনে বোর্ডে টাকার স্তূপ। সেখানে তিনি টাকা ঢালছেন। মাঝেমধ্যে সিগারেট টানছেন।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘চেয়ারম্যান মঞ্জুর আলীর ছেলে রনি প্রতি শুক্রবার রাতে মসজিদের পাশে আসর বসিয়ে দূরদূরান্ত থেকে মেয়ে শিল্পী এনে গানবাজনা করে। পরে একটি ঘরে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজ করে। বেশ কয়েক দিন বিষয়টি দেখার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গত ৫ আগস্ট নিষেধ করলে চেয়ারম্যানের ছেলে রনি দলবল নিয়ে আমাকে ও সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে। পরে সিরাজের দোকান ভাঙচুর করে।’
সিংহেরগাঁও গ্রামের সিরাজ মিয়া বলেন, চেয়ারম্যান ও তাঁর ছেলের অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, ‘ভিডিওটি অনেক আগের। আমি চেয়ারম্যান হওয়ার আরও আগের। আমরা তো টুকটাক খেলাধুলা করিই। সম্প্রতি আমার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝগড়া হয়েছে। তাই আগের ভিডিও ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে স্থানীয় এক সাংবাদিকও খেলায় ছিল। তার অংশটা কেটে প্রতিপক্ষের কেউ একজন ভিডিওটা ফেসবুকে ছেড়েছে। এটা কোনো কাজ হলো, বলেন?’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিওটি এখনো দেখিনি। তিনি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর পক্ষে এমন কাজ করা ঠিক হয়নি। তিনি মানুষকে জুয়া থেকে বিরত রাখতে কাজ করবেন। উল্টো নিজেই যদি জুয়া খেলেন, তাহলে বিষয়টি সবার জন্য বিব্রতকর। দলের জন্যও এটা বিব্রতকর। আমি খোঁজ নিয়ে দেখে এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করব।’
এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মঞ্জুর আলী আগে আশুজিয়া ইউপির সদস্য ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান হন।

নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের জুয়া খেলার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তিনি উপজেলার আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী।
ভিডিও ক্লিপে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আরও বেশ কয়েকজনকে নিয়ে একটি ঘরে জুয়া খেলছেন। সামনে বোর্ডে টাকার স্তূপ। সেখানে তিনি টাকা ঢালছেন। মাঝেমধ্যে সিগারেট টানছেন।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘চেয়ারম্যান মঞ্জুর আলীর ছেলে রনি প্রতি শুক্রবার রাতে মসজিদের পাশে আসর বসিয়ে দূরদূরান্ত থেকে মেয়ে শিল্পী এনে গানবাজনা করে। পরে একটি ঘরে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজ করে। বেশ কয়েক দিন বিষয়টি দেখার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গত ৫ আগস্ট নিষেধ করলে চেয়ারম্যানের ছেলে রনি দলবল নিয়ে আমাকে ও সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে। পরে সিরাজের দোকান ভাঙচুর করে।’
সিংহেরগাঁও গ্রামের সিরাজ মিয়া বলেন, চেয়ারম্যান ও তাঁর ছেলের অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, ‘ভিডিওটি অনেক আগের। আমি চেয়ারম্যান হওয়ার আরও আগের। আমরা তো টুকটাক খেলাধুলা করিই। সম্প্রতি আমার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝগড়া হয়েছে। তাই আগের ভিডিও ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে স্থানীয় এক সাংবাদিকও খেলায় ছিল। তার অংশটা কেটে প্রতিপক্ষের কেউ একজন ভিডিওটা ফেসবুকে ছেড়েছে। এটা কোনো কাজ হলো, বলেন?’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিওটি এখনো দেখিনি। তিনি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর পক্ষে এমন কাজ করা ঠিক হয়নি। তিনি মানুষকে জুয়া থেকে বিরত রাখতে কাজ করবেন। উল্টো নিজেই যদি জুয়া খেলেন, তাহলে বিষয়টি সবার জন্য বিব্রতকর। দলের জন্যও এটা বিব্রতকর। আমি খোঁজ নিয়ে দেখে এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করব।’
এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মঞ্জুর আলী আগে আশুজিয়া ইউপির সদস্য ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান হন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে