প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা): চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, লকডাউনের অজুহাতে বিভিন্ন সবজি দ্বিগুণের চেয়েও বেশী দামে বিক্রি হচ্ছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষ।
পৌরশহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগে প্রতিটি সবজির দাম যা ছিলো, লকডাউন অব্যাহত থাকায় এবং সরবরাহ কমে যাওয়ার অজুহাতে তা দ্বিগুণ বেড়েছে।
কয়েকদিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ২৫ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকা ও ৩০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়স ছিলো ৩৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুণ বেড়েছে।
সবজি কিনতে আসা ভ্যান চালক রমিজ উদ্দিন বলেন, লকডাউনের কারণে তেমন রোজগার নেই। বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো।
পাইকারি সবজি ব্যবসায়ী হাফিজ মিয়া বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়ে গেছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কেনার কারণে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজার মনিটরিং নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, লকডাউনের কারণে কিছু সবজি যার সরবরাহ তুলনামূলক কম এবং চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিষয়েরই বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

দুর্গাপুর (নেত্রকোনা): চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, লকডাউনের অজুহাতে বিভিন্ন সবজি দ্বিগুণের চেয়েও বেশী দামে বিক্রি হচ্ছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষ।
পৌরশহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগে প্রতিটি সবজির দাম যা ছিলো, লকডাউন অব্যাহত থাকায় এবং সরবরাহ কমে যাওয়ার অজুহাতে তা দ্বিগুণ বেড়েছে।
কয়েকদিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ২৫ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকা ও ৩০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়স ছিলো ৩৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুণ বেড়েছে।
সবজি কিনতে আসা ভ্যান চালক রমিজ উদ্দিন বলেন, লকডাউনের কারণে তেমন রোজগার নেই। বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো।
পাইকারি সবজি ব্যবসায়ী হাফিজ মিয়া বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়ে গেছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কেনার কারণে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজার মনিটরিং নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, লকডাউনের কারণে কিছু সবজি যার সরবরাহ তুলনামূলক কম এবং চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিষয়েরই বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে