ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংশ নদের ভাঙনে হুমকির মধ্যে রয়েছে বালিয়া মইশাউন্দা গ্রামের শত শত ঘরবাড়ি। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১০ থেকে ১৫টি বাড়ি। বিগত প্রায় এক শ বছর ধরে নদ ভাঙলেও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দ্রুত ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখা যায়, মইশাকান্দা বাজার থেকে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কংশ নদের প্রায় দুই কিলোমিটার জায়গা ভাঙনের মধ্যে রয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে কয়েক’শত পরিবার। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১৫ থেকে ২০টি পরিবার। ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার মাঝখান দিয়ে নদটি প্রবাহিত হওয়ায় রাজনৈতিক, প্রশাসনিক ভাবেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের।
মইশাউন্দা গ্রামের মজিবুর রহমান বলেন, তিন প্রজন্ম ধরে কংশ নদ ভাঙতে ভাঙতে এখন ফসলি জমির মাঠসহ ঘরবাড়ি ভাঙছে। অনেকেই বাস্তুহারা হয়ে পড়েছে। রেজাউল করিম বলেন, মইশাকান্দা বাজার হতে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের মধ্যে শতাধিক ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। হুমকির মধ্যে রয়েছে ৫০ থেকে ৬০টি বাড়ি।
স্থানীয় মোনায়েম খান জানান, ২০ বছর আগে তাঁর ঘরবাড়ি নদের ভাঙনে বিলীন হয়েছে। এলাকা ছেড়ে অন্য এলাকায় বসত ভিটা করেছেন তিনি। তাঁর মতো আরও অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া স্থানীয় কলম উদ্দিন, হাবিবুল্লাহ, রোমান মিয়া, হামিদা খাতুন, সোহেল আকন্দসহ অনেকেই জানান, দীর্ঘদিন থেকে তাঁরা নদের ভাঙনের মধ্য দিয়ে বসত করছেন। নদের গর্ভে বিলীন হয়ে অনেকেই অন্যত্র বসতবাড়ি নিয়ে গেছেন। অনেকেই এখন বসতভিটা ভাঙনের হুমকি রয়েছেন বলে জানান তাঁরা।
বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নাহার বেগম বলেন, ‘স্থানীয় লোকজন নিয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে বারবার ধরনা দিয়ে কোনো কাজ হয়নি। আমাদের দেয়ালে পিঠ টেকে গেছে। দুর্ভোগের স্থায়ী সমাধান দরকার।’
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘আমরা নদ ভাঙনের সঠিক তথ্য এলাকা থেকে সংগ্রহ করে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংশ নদের ভাঙনে হুমকির মধ্যে রয়েছে বালিয়া মইশাউন্দা গ্রামের শত শত ঘরবাড়ি। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১০ থেকে ১৫টি বাড়ি। বিগত প্রায় এক শ বছর ধরে নদ ভাঙলেও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দ্রুত ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখা যায়, মইশাকান্দা বাজার থেকে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কংশ নদের প্রায় দুই কিলোমিটার জায়গা ভাঙনের মধ্যে রয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে কয়েক’শত পরিবার। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১৫ থেকে ২০টি পরিবার। ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার মাঝখান দিয়ে নদটি প্রবাহিত হওয়ায় রাজনৈতিক, প্রশাসনিক ভাবেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের।
মইশাউন্দা গ্রামের মজিবুর রহমান বলেন, তিন প্রজন্ম ধরে কংশ নদ ভাঙতে ভাঙতে এখন ফসলি জমির মাঠসহ ঘরবাড়ি ভাঙছে। অনেকেই বাস্তুহারা হয়ে পড়েছে। রেজাউল করিম বলেন, মইশাকান্দা বাজার হতে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের মধ্যে শতাধিক ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। হুমকির মধ্যে রয়েছে ৫০ থেকে ৬০টি বাড়ি।
স্থানীয় মোনায়েম খান জানান, ২০ বছর আগে তাঁর ঘরবাড়ি নদের ভাঙনে বিলীন হয়েছে। এলাকা ছেড়ে অন্য এলাকায় বসত ভিটা করেছেন তিনি। তাঁর মতো আরও অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া স্থানীয় কলম উদ্দিন, হাবিবুল্লাহ, রোমান মিয়া, হামিদা খাতুন, সোহেল আকন্দসহ অনেকেই জানান, দীর্ঘদিন থেকে তাঁরা নদের ভাঙনের মধ্য দিয়ে বসত করছেন। নদের গর্ভে বিলীন হয়ে অনেকেই অন্যত্র বসতবাড়ি নিয়ে গেছেন। অনেকেই এখন বসতভিটা ভাঙনের হুমকি রয়েছেন বলে জানান তাঁরা।
বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নাহার বেগম বলেন, ‘স্থানীয় লোকজন নিয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে বারবার ধরনা দিয়ে কোনো কাজ হয়নি। আমাদের দেয়ালে পিঠ টেকে গেছে। দুর্ভোগের স্থায়ী সমাধান দরকার।’
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘আমরা নদ ভাঙনের সঠিক তথ্য এলাকা থেকে সংগ্রহ করে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে