শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

পূজার আগেই প্রধানমন্ত্রী ঘোষিত মজুরির এরিয়ারের (বাকি পাওনা) দাবিতে সংবাদ সম্মেলন করেছে চা শ্রমিক ইউনিয়ন। আজ রোববার বিকলে আড়াটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন—বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কন্দ, কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতি, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি, সাধারণ সম্পাদক নির্মল পাইনকা, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নিপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি নির্ধারণ করা হয়। বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক ও দ্বিপক্ষীয় শ্রম চুক্তির বিগত ধারা অনুযায়ী গত ১ জানুয়ারি ২০২১ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত বর্ধিত হারে বকেয়া মজুরি মালিক পক্ষ থেকে পরিশোধ করার কথা থাকলেও, তারা সেটা করছেন না। এ ছাড়া মালিক পক্ষ চা বাগানগুলোকে শ্রেণি ও ক্যাটাগরি ভেদে চা শ্রমিকদের সম মজুরি থেকে বঞ্চিত রাখছেন। স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সমপরিমাণ মজুরির চুক্তি থাকলেও বেশির ভাগ চা বাগানের মালিক পক্ষ অস্থায়ী শ্রমিকদের জন্য নিজেরা মজুরি নির্ধারণ করেন এবং প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক অন্যান্য সুবিধাদি বৃদ্ধির কথা থাকলেও সে বিষয়েও কোনো পদক্ষেপ নেই। যার ফলে চা শ্রমিকদের মধ্যে বিরাট ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হতে চলেছে।
এ সময় চা শ্রমিক ইউনিয়নের নেতা পরেশ কালিন্দি বলেন, ‘আসন্ন দুর্গা উৎসব উদ্যাপনের আগে চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় বকেয়া মজুরিসহ অন্যান্য সুযোগ–সুবিধা অপরিশোধিত থাকলে, পুনরায় শ্রম অসন্তোষ কিংবা দেশে চা উৎপাদনশীলতায় ব্যাঘাত সৃষ্টি হলে, কোনোভাবেই ইউনিয়নকে দায়ী করা যাবে না।’

পূজার আগেই প্রধানমন্ত্রী ঘোষিত মজুরির এরিয়ারের (বাকি পাওনা) দাবিতে সংবাদ সম্মেলন করেছে চা শ্রমিক ইউনিয়ন। আজ রোববার বিকলে আড়াটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন—বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কন্দ, কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতি, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি, সাধারণ সম্পাদক নির্মল পাইনকা, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নিপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি নির্ধারণ করা হয়। বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক ও দ্বিপক্ষীয় শ্রম চুক্তির বিগত ধারা অনুযায়ী গত ১ জানুয়ারি ২০২১ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত বর্ধিত হারে বকেয়া মজুরি মালিক পক্ষ থেকে পরিশোধ করার কথা থাকলেও, তারা সেটা করছেন না। এ ছাড়া মালিক পক্ষ চা বাগানগুলোকে শ্রেণি ও ক্যাটাগরি ভেদে চা শ্রমিকদের সম মজুরি থেকে বঞ্চিত রাখছেন। স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সমপরিমাণ মজুরির চুক্তি থাকলেও বেশির ভাগ চা বাগানের মালিক পক্ষ অস্থায়ী শ্রমিকদের জন্য নিজেরা মজুরি নির্ধারণ করেন এবং প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক অন্যান্য সুবিধাদি বৃদ্ধির কথা থাকলেও সে বিষয়েও কোনো পদক্ষেপ নেই। যার ফলে চা শ্রমিকদের মধ্যে বিরাট ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হতে চলেছে।
এ সময় চা শ্রমিক ইউনিয়নের নেতা পরেশ কালিন্দি বলেন, ‘আসন্ন দুর্গা উৎসব উদ্যাপনের আগে চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় বকেয়া মজুরিসহ অন্যান্য সুযোগ–সুবিধা অপরিশোধিত থাকলে, পুনরায় শ্রম অসন্তোষ কিংবা দেশে চা উৎপাদনশীলতায় ব্যাঘাত সৃষ্টি হলে, কোনোভাবেই ইউনিয়নকে দায়ী করা যাবে না।’

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে