
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নবায়ন ছাড়পত্র না পেয়েও বিভিন্ন বিদ্যালয় ঘেঁষে ও কৃষিজমি নষ্ট করে কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি ইটভাটা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর নবায়ন ছাড়পত্র দেয়নি, তারপরও ইটভাটাগুলো নিয়মিত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে শোনা যায় ইটভাটায় জরিমানা করা হয়েছে, কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান হচ্ছে না।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইব্রাহিম ব্রিকস, সাফারি ব্রিকস, এমএমবি ব্রিকসকে পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। এ ছাড়া মেসার্স মহসিন ব্রিকসের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই চারটি ইটভাটা ছাড়া কাটলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে পলাশ ব্রিকস নামে আরও দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে।
তবে এসব ব্রিকসে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইট পোড়ানো। ভাটার কালো ধোঁয়া, ছাই ও পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর জায়গায় ইটভাটা করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার সুযোগ নেই।
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ব্রিকসের মালিক ইব্রাহিম মিয়া বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সকল আইন মেনেই ভাটার কার্যক্রম চালাচ্ছি।’
সাফারি ব্রিকস এর ম্যানেজার রিংকু বাবু বলেন, ‘ছাড়পত্রের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা ভাটার মালিক জানেন। তবে আমরা আইন মেনে ব্রিকস পরিচালনা করছি।’
এমএমবি ব্রিকস এর পরিচালক নাহিদ আহমেদ বলেন, ‘আমাদের পরিবেশ অধিদপ্তর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছাড়পত্র ও ব্রিকস স্থানান্তর করার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা ব্রিকস স্থানান্তর করে ফেলব।’
ব্রিকসের লাইসেনস বাতিলের বিষয়ে মহসিন ব্রিকসের ম্যানেজার মিন্টু দেব বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্রিকস স্থানান্তর করার জন্য তিন বছর সময় নিয়েছি। এই সময়ের জন্য আমাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলার সমন্বয়ক সালেহ সোহেল বলেন, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে আরও সচেতন হয়ে স্থায়ী সমাধানের জন্য কাজ করা উচিত।
কমলগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জনবসতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা স্থাপনের ফলে অ্যালার্জি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ‘আমরা বিভিন্ন সময় তাঁদের জরিমানা করে আসছি। কমলগঞ্জ উপজেলার ৪টি ব্রিকসকে এ বছর পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। কেউ যদি পরিবেশের ছাড়পত্র না পেয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নবায়ন ছাড়পত্র না পেয়েও বিভিন্ন বিদ্যালয় ঘেঁষে ও কৃষিজমি নষ্ট করে কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি ইটভাটা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর নবায়ন ছাড়পত্র দেয়নি, তারপরও ইটভাটাগুলো নিয়মিত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে শোনা যায় ইটভাটায় জরিমানা করা হয়েছে, কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান হচ্ছে না।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইব্রাহিম ব্রিকস, সাফারি ব্রিকস, এমএমবি ব্রিকসকে পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। এ ছাড়া মেসার্স মহসিন ব্রিকসের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই চারটি ইটভাটা ছাড়া কাটলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে পলাশ ব্রিকস নামে আরও দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে।
তবে এসব ব্রিকসে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইট পোড়ানো। ভাটার কালো ধোঁয়া, ছাই ও পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর জায়গায় ইটভাটা করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার সুযোগ নেই।
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ব্রিকসের মালিক ইব্রাহিম মিয়া বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সকল আইন মেনেই ভাটার কার্যক্রম চালাচ্ছি।’
সাফারি ব্রিকস এর ম্যানেজার রিংকু বাবু বলেন, ‘ছাড়পত্রের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা ভাটার মালিক জানেন। তবে আমরা আইন মেনে ব্রিকস পরিচালনা করছি।’
এমএমবি ব্রিকস এর পরিচালক নাহিদ আহমেদ বলেন, ‘আমাদের পরিবেশ অধিদপ্তর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছাড়পত্র ও ব্রিকস স্থানান্তর করার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা ব্রিকস স্থানান্তর করে ফেলব।’
ব্রিকসের লাইসেনস বাতিলের বিষয়ে মহসিন ব্রিকসের ম্যানেজার মিন্টু দেব বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্রিকস স্থানান্তর করার জন্য তিন বছর সময় নিয়েছি। এই সময়ের জন্য আমাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলার সমন্বয়ক সালেহ সোহেল বলেন, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে আরও সচেতন হয়ে স্থায়ী সমাধানের জন্য কাজ করা উচিত।
কমলগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জনবসতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা স্থাপনের ফলে অ্যালার্জি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ‘আমরা বিভিন্ন সময় তাঁদের জরিমানা করে আসছি। কমলগঞ্জ উপজেলার ৪টি ব্রিকসকে এ বছর পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। কেউ যদি পরিবেশের ছাড়পত্র না পেয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে