Ajker Patrika

বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড

মৌলভীবাজার প্রতিনিধি
বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড
গ্রেনেড থাকা স্থানটি সংরক্ষিত করে রেখেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করতে গিয়ে একটি গ্রেনেড পাওয়া গেছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের একটি বাড়িতে পরিত্যক্ত জায়গায় গ্রেনেডটি দেখা যায়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষিত করে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ টিম নিয়ে আসা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক নারী ওই জমিতে শিমের বিচি রোপণ করার জন্য মাটি খোঁড়েন। এ সময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষিত রেখেছে। একই সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশে শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত