Ajker Patrika

গাংনীতে মায়ের সামনে সড়কে প্রাণ গেল শিশুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীর কাজিপুর খন্দকারপাড়ায় তাসমিয়ার মৃত্যুতে আহাজারি। ছবি: আজকের পত্রিকা
গাংনীর কাজিপুর খন্দকারপাড়ায় তাসমিয়ার মৃত্যুতে আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে মায়ের সামনে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজীপুর খন্দকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তাসমিয়া কাজীপুর বর্ডারপাড়ার জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, মায়ের সঙ্গে মামার বাড়ি কাজীপুর খন্দকারপাড়ায় এসেছিল তাসমিয়া। সেখানে হালখাতার দাওয়াত ছিল তাদের। অটো থেকে নামার পর তাসমিয়া তার মামা আবু তাহেরের দোকানে যায়। দোকান থেকে মিষ্টি নিয়ে সে আবার রাস্তা পার হতে যায়। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় প্রাণ হারায় সে। তাসমিয়ার খালু আলী হোসেন বলেন, তাসমিয়া তার মায়ের কাছ থেকে রাস্তা পার হয়ে মামার দোকানে গিয়েছিল। সেখান থেকে মিষ্টি নিয়ে আবার মায়ের কাছে ফিরে আসছিল। এ সময় দুর্ঘটনার শিকার হয় সে।

কাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক ‘আজকের পত্রিকাকে’ এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত