প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

বিয়ে পাগল স্বামী মো. নজরুল ইসলামের নির্যাতনে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কাতরাচ্ছেন গৃহবধূ জাহানারা (৩৫)। গতকাল মঙ্গলবার স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেছেন। এর আগে যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারপিট ও তাঁর পেটে থাকা দুটি বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ রয়েছে স্বামী নজরুলের বিরুদ্ধে।
আহত গৃহবধূ জাহানারার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলীয়া গ্রামে।
গৃহবধূর মা রুবি বেগম বলেন, ‘৯ বছর আগে ঢাকা জেলার ধামরাই উপজেলার কৈল্লা ইউনিয়নের বড় চন্ডাইল গ্রামের হাজী করম আলীর ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে আমার মায়া (মেয়ে) জাহানারার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি তার আগেরও একটা বউ আছে, যা আমাগো আগে বলে নাই। মিথ্যা কথা কইয়া আমার মায়ারে (মেয়েকে) বিয়া করে নজরুল। বিয়ার পর থেকেই যৌতুকের জন্য আমার মায়াকে (মেয়েকে) মাঝেমধ্যেই মারত। ও এত দিন মুখ বুঝে সহ্য করছে। কিন্তু গতকাল রাতে এমন মাইর মারছে, এহন আমার মায়া (মেয়ে) হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শুধু কানতাছে। আমি এর বিচার চাই।’
গৃহবধূ জাহানারা বলেন, ‘নজরুল আমার সঙ্গে প্রতারণা করেছে। আগে বিয়ে করেছে আমাকে বলেনি। পরেও একটা বিয়ে করে। এই পর্যন্ত আমিসহ তিনটি বিয়ে করেছে। এখন আরেকটা বিয়ে করতে চায়। আমি বাধা দিলে গত সোমবার রাতে আমাকে মারপিট করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে আমার আত্মীয়স্বজনকে খবর দিলে তারা আমাকে সাটুরিয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতাল ভর্তি করেন।’
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মনিরুজ্জামান মনির বলেন, ১৬ নম্বর বেডে জাহানারা (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিয়ে পাগল স্বামী মো. নজরুল ইসলামের নির্যাতনে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কাতরাচ্ছেন গৃহবধূ জাহানারা (৩৫)। গতকাল মঙ্গলবার স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেছেন। এর আগে যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারপিট ও তাঁর পেটে থাকা দুটি বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ রয়েছে স্বামী নজরুলের বিরুদ্ধে।
আহত গৃহবধূ জাহানারার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলীয়া গ্রামে।
গৃহবধূর মা রুবি বেগম বলেন, ‘৯ বছর আগে ঢাকা জেলার ধামরাই উপজেলার কৈল্লা ইউনিয়নের বড় চন্ডাইল গ্রামের হাজী করম আলীর ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে আমার মায়া (মেয়ে) জাহানারার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি তার আগেরও একটা বউ আছে, যা আমাগো আগে বলে নাই। মিথ্যা কথা কইয়া আমার মায়ারে (মেয়েকে) বিয়া করে নজরুল। বিয়ার পর থেকেই যৌতুকের জন্য আমার মায়াকে (মেয়েকে) মাঝেমধ্যেই মারত। ও এত দিন মুখ বুঝে সহ্য করছে। কিন্তু গতকাল রাতে এমন মাইর মারছে, এহন আমার মায়া (মেয়ে) হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শুধু কানতাছে। আমি এর বিচার চাই।’
গৃহবধূ জাহানারা বলেন, ‘নজরুল আমার সঙ্গে প্রতারণা করেছে। আগে বিয়ে করেছে আমাকে বলেনি। পরেও একটা বিয়ে করে। এই পর্যন্ত আমিসহ তিনটি বিয়ে করেছে। এখন আরেকটা বিয়ে করতে চায়। আমি বাধা দিলে গত সোমবার রাতে আমাকে মারপিট করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে আমার আত্মীয়স্বজনকে খবর দিলে তারা আমাকে সাটুরিয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতাল ভর্তি করেন।’
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মনিরুজ্জামান মনির বলেন, ১৬ নম্বর বেডে জাহানারা (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক....
১৬ মিনিট আগে
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় সমর্থন দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের আওয়ামীপন্থী সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের...
২০ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা-পুলিশ। এর মধ্যে মিরপুর মডেল থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন ও যাত্রাবাড়ী...
৩৩ মিনিট আগে
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে