আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

সখিনা বেগম (৮৪) নাতিনের ঘরে নাতিনের দেখা পেয়েছেন। এবার তাঁর অপেক্ষা ষষ্ঠ প্রজন্মের দেখা পাওয়ার। সখিনা বেগমের সন্তান, নাতি-নাতনি ও তাঁদের সন্তানের সংখ্যা দেড় শতাধিক। আজ শুক্রবার পারিবারিক এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন তাঁরা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের বাড়িতে বসেছিল পারিবারিক এই মিলনমেলা।
ওই বাড়িতে গিয়ে আজ দেখা গেছে, বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হয়ে এলেও মনের শক্তি ও আত্মবিশ্বাসের জোরে এখনো সচল সখিনা বেগম। পাশেই বসা তাঁর মেয়ে ৬৭ বছরের খোদেজা খাতুন। এরপর রয়েছেন খোদেজার মেয়ে আমেনা খাতুন (৫০), আমেনার ছেলে ওয়ালিদ (৩২), ওয়ালিদের কোলে বসা পাঁচ বছর বয়সী ছেলে আদিয়ান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে ১৫ বছর বয়সে সখিনা বেগমের বিয়ে হয় তালুকনগর গ্রামের খোরশেদ আলমের সঙ্গে। ১৭ বছরে মা হন সখিনা। তাঁর বড় মেয়ে খোদেজার বিয়ে হয় ১৬ বছর বয়সে, রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের সঙ্গে। তাঁদের ঘরে জন্ম নেয় সাত সন্তান। বড় মেয়ে আমেনা খানমের বিয়ে হয় ১৯৮৮ সালে জাহাঙ্গীর আলমের সঙ্গে। আমেনার বড় ছেলে ওয়ালিদ জাহান আকাশ ঘর বাঁধেন আফরোজার সঙ্গে। তাঁদের চার সন্তানের বড় ছেলে আদিয়ান এবার স্কুলে ভর্তি হয়েছে।
স্বামী খোরশেদ আলমের মৃত্যুর পর থেকে সখিনা বেগম তাঁর মেয়ে খোদেজার স্বামীর বাড়িতেই থাকছেন। খোদেজার বড় মেয়ে আমেনার স্বামীও মারা যান। আমেনাও তাঁর বাবার বাড়িতে থাকেন।
প্রবীণ সখিনা বেগম বলেন, ‘যাঁদের দেখে বড় হয়েছি, সমবয়সী কিংবা অনেক ছোট আপনজনের অনেকেই আর বেঁচে নেই। আল্লাহর রহমতে আমি আজও সচল। স্বচ্ছন্দেই হাঁটাচলা করি, নামাজ পড়ি। পরিবার-পরিজন নিয়ে ভালো আছি। নাতনিরও নাতি দেখলাম। এদের সঙ্গে ফেলে আসা শৈশব-কৈশোরের গল্প করি। একসঙ্গে হাসি-কাঁদি। কখন যেন ভেঙে যায় সাজানো এই মেলা।’
এ পরিবারের দ্বিতীয় প্রজন্ম খোদেজা খানম বলেন, ‘আমার মা এখনো কানে শোনেন। দূরে হেঁটে যেতে পারেন। চশমা ছাড়াই ভালো দেখেন। আমি খুব সৌভাগ্যবান যে আজও আমি আমার মা, আমার মেয়ে, নাতনি নিয়ে আনন্দে দিন কাটাতে পারছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
চতুর্থ প্রজন্মের ওয়ালিদ জাহান বলেন, ‘মানুষ তো স্মৃতি নিয়ে বেঁচে থাকে। স্মৃতির মধ্যে বসবাস করে। আমরা পাঁচ প্রজন্মের এই মিলনমেলা আল্লাহ যেন আরও দীর্ঘ করেন।’
প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘এমন পরিবার সত্যিই সৌভাগ্যের বিষয়। যেখানে চার-পাঁচ প্রজন্মের মিলনমেলা হয়। তা দেখা সত্যিই অনেক আনন্দের।’
স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, পাঁচ প্রজন্ম তেমন চোখে পড়ে না। এই পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের মতো করে সুখী। একে অপরকে সুখে-দুঃখে সর্বদা সমর্থন করেন পরিবারের সদস্যরা।

সখিনা বেগম (৮৪) নাতিনের ঘরে নাতিনের দেখা পেয়েছেন। এবার তাঁর অপেক্ষা ষষ্ঠ প্রজন্মের দেখা পাওয়ার। সখিনা বেগমের সন্তান, নাতি-নাতনি ও তাঁদের সন্তানের সংখ্যা দেড় শতাধিক। আজ শুক্রবার পারিবারিক এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন তাঁরা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের বাড়িতে বসেছিল পারিবারিক এই মিলনমেলা।
ওই বাড়িতে গিয়ে আজ দেখা গেছে, বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হয়ে এলেও মনের শক্তি ও আত্মবিশ্বাসের জোরে এখনো সচল সখিনা বেগম। পাশেই বসা তাঁর মেয়ে ৬৭ বছরের খোদেজা খাতুন। এরপর রয়েছেন খোদেজার মেয়ে আমেনা খাতুন (৫০), আমেনার ছেলে ওয়ালিদ (৩২), ওয়ালিদের কোলে বসা পাঁচ বছর বয়সী ছেলে আদিয়ান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে ১৫ বছর বয়সে সখিনা বেগমের বিয়ে হয় তালুকনগর গ্রামের খোরশেদ আলমের সঙ্গে। ১৭ বছরে মা হন সখিনা। তাঁর বড় মেয়ে খোদেজার বিয়ে হয় ১৬ বছর বয়সে, রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের সঙ্গে। তাঁদের ঘরে জন্ম নেয় সাত সন্তান। বড় মেয়ে আমেনা খানমের বিয়ে হয় ১৯৮৮ সালে জাহাঙ্গীর আলমের সঙ্গে। আমেনার বড় ছেলে ওয়ালিদ জাহান আকাশ ঘর বাঁধেন আফরোজার সঙ্গে। তাঁদের চার সন্তানের বড় ছেলে আদিয়ান এবার স্কুলে ভর্তি হয়েছে।
স্বামী খোরশেদ আলমের মৃত্যুর পর থেকে সখিনা বেগম তাঁর মেয়ে খোদেজার স্বামীর বাড়িতেই থাকছেন। খোদেজার বড় মেয়ে আমেনার স্বামীও মারা যান। আমেনাও তাঁর বাবার বাড়িতে থাকেন।
প্রবীণ সখিনা বেগম বলেন, ‘যাঁদের দেখে বড় হয়েছি, সমবয়সী কিংবা অনেক ছোট আপনজনের অনেকেই আর বেঁচে নেই। আল্লাহর রহমতে আমি আজও সচল। স্বচ্ছন্দেই হাঁটাচলা করি, নামাজ পড়ি। পরিবার-পরিজন নিয়ে ভালো আছি। নাতনিরও নাতি দেখলাম। এদের সঙ্গে ফেলে আসা শৈশব-কৈশোরের গল্প করি। একসঙ্গে হাসি-কাঁদি। কখন যেন ভেঙে যায় সাজানো এই মেলা।’
এ পরিবারের দ্বিতীয় প্রজন্ম খোদেজা খানম বলেন, ‘আমার মা এখনো কানে শোনেন। দূরে হেঁটে যেতে পারেন। চশমা ছাড়াই ভালো দেখেন। আমি খুব সৌভাগ্যবান যে আজও আমি আমার মা, আমার মেয়ে, নাতনি নিয়ে আনন্দে দিন কাটাতে পারছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
চতুর্থ প্রজন্মের ওয়ালিদ জাহান বলেন, ‘মানুষ তো স্মৃতি নিয়ে বেঁচে থাকে। স্মৃতির মধ্যে বসবাস করে। আমরা পাঁচ প্রজন্মের এই মিলনমেলা আল্লাহ যেন আরও দীর্ঘ করেন।’
প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘এমন পরিবার সত্যিই সৌভাগ্যের বিষয়। যেখানে চার-পাঁচ প্রজন্মের মিলনমেলা হয়। তা দেখা সত্যিই অনেক আনন্দের।’
স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, পাঁচ প্রজন্ম তেমন চোখে পড়ে না। এই পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের মতো করে সুখী। একে অপরকে সুখে-দুঃখে সর্বদা সমর্থন করেন পরিবারের সদস্যরা।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৬ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে