প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

ঝড়-বৃষ্টি নাই তবুও শত বছরের পুরোনো আম গাছটি রাস্তায় ভেঙে পড়েছে। এতে কোন প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে রাস্তা, বিদ্যুৎ ও ডিশের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া আমগাছটি রাস্তা থেকে সরানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছেন একদল উদ্ধারকর্মী।
জুই আবাসিক ভবনের বাসিন্দা মিসেস ইকবাল বলেন, ঝড় নেই, বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করে আমার সামনেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল গাছটি। এ সময় বিকট শব্দে ভয়ে আঁতকে উঠি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মিসেস ইকবাল আরও বলেন, প্রতিদিন বিকেলে আমরা এই গাছের নিচ দিয়েই ঘোরাঘুরি করতাম। গতকাল ঘটনার কিছুক্ষণ আগেও আমি গাছটির নিচে ছিলাম। তখন পড়লে গাছের নিচে পড়ে আমিও মরে যেতাম।
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, বয়সের ভারেই আমগাছটি ভেঙে পড়েছে। একসময় এই উপজেলা চত্বর ছিল জমিদারদের বাগান বাড়ি। তখন এই গাছটি লাগান হয়েছিল। গাছটির বয়স ১০০ বছরের ওপরে হবে। দিনের বেলায় এই ঘটনাটি ঘটলে অনেক লোকের প্রাণহানি ঘটত।
এমন পুরোনো সকল গাছ কেটে নতুন করে আবার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তাঁরা।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, উপজেলা চত্বরের বেশির ভাগ গাছগুলোর বয়স ১০০ বছরের ওপরে হবে। ফলে গাছের ডালপালায় অনেক আগাছা জন্মে রোগাক্রান্ত হয়ে অনেক গাছ মরে যাচ্ছে। তাই প্রাণহানি ঘটার আগেই রোগাক্রান্ত গাছগুলো কেটে ফেলে পুনরায় গাছ লাগাতে হবে।
এ ব্যাপারে ইউএনও আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদ চত্বরের পুরোনো ও রোগাক্রান্ত গাছগুলো বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝড়-বৃষ্টি নাই তবুও শত বছরের পুরোনো আম গাছটি রাস্তায় ভেঙে পড়েছে। এতে কোন প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে রাস্তা, বিদ্যুৎ ও ডিশের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া আমগাছটি রাস্তা থেকে সরানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছেন একদল উদ্ধারকর্মী।
জুই আবাসিক ভবনের বাসিন্দা মিসেস ইকবাল বলেন, ঝড় নেই, বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করে আমার সামনেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল গাছটি। এ সময় বিকট শব্দে ভয়ে আঁতকে উঠি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মিসেস ইকবাল আরও বলেন, প্রতিদিন বিকেলে আমরা এই গাছের নিচ দিয়েই ঘোরাঘুরি করতাম। গতকাল ঘটনার কিছুক্ষণ আগেও আমি গাছটির নিচে ছিলাম। তখন পড়লে গাছের নিচে পড়ে আমিও মরে যেতাম।
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, বয়সের ভারেই আমগাছটি ভেঙে পড়েছে। একসময় এই উপজেলা চত্বর ছিল জমিদারদের বাগান বাড়ি। তখন এই গাছটি লাগান হয়েছিল। গাছটির বয়স ১০০ বছরের ওপরে হবে। দিনের বেলায় এই ঘটনাটি ঘটলে অনেক লোকের প্রাণহানি ঘটত।
এমন পুরোনো সকল গাছ কেটে নতুন করে আবার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তাঁরা।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, উপজেলা চত্বরের বেশির ভাগ গাছগুলোর বয়স ১০০ বছরের ওপরে হবে। ফলে গাছের ডালপালায় অনেক আগাছা জন্মে রোগাক্রান্ত হয়ে অনেক গাছ মরে যাচ্ছে। তাই প্রাণহানি ঘটার আগেই রোগাক্রান্ত গাছগুলো কেটে ফেলে পুনরায় গাছ লাগাতে হবে।
এ ব্যাপারে ইউএনও আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদ চত্বরের পুরোনো ও রোগাক্রান্ত গাছগুলো বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪০ মিনিট আগে