রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
যাত্রী তানিয়া নাসরিন বলেন, ‘রাত থেকে গাড়িতে বসে আছি। সারা রাত খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। কত সময় গাড়িতে বসে থাকা যায়! বাস থেকে নেমে যে বাইরে হাঁটাহাঁটি করব সেটাও করতে পারি নাই।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝনদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’

ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
যাত্রী তানিয়া নাসরিন বলেন, ‘রাত থেকে গাড়িতে বসে আছি। সারা রাত খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। কত সময় গাড়িতে বসে থাকা যায়! বাস থেকে নেমে যে বাইরে হাঁটাহাঁটি করব সেটাও করতে পারি নাই।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝনদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৮ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে