মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৩৯ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৪১ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে