হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা-১টার মধ্যে উপজেলা সদরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগের কার্যালয়ের উল্টো দিকের বাসিন্দা ডাব বিক্রেতা মাঈনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি উপজেলা আওয়ামী লীগের অফিসের বিপরীত পাশে। গতকাল রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকাবাজি বলতে পারব না। রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। আমরা বাড়ি থেকে বের হইনি।’
গোলজার হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে কৃষক লীগের সদস্যসচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’
আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, ‘হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তাঁরা কীভাবে হামলা করবেন? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নয়।’
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বিএনপির তিনজন পদধারী নেতাকে রাতেই আটক করা হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা-১টার মধ্যে উপজেলা সদরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগের কার্যালয়ের উল্টো দিকের বাসিন্দা ডাব বিক্রেতা মাঈনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি উপজেলা আওয়ামী লীগের অফিসের বিপরীত পাশে। গতকাল রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকাবাজি বলতে পারব না। রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। আমরা বাড়ি থেকে বের হইনি।’
গোলজার হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে কৃষক লীগের সদস্যসচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’
আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, ‘হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তাঁরা কীভাবে হামলা করবেন? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নয়।’
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বিএনপির তিনজন পদধারী নেতাকে রাতেই আটক করা হয়েছে।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে