ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরের উভাজানী গ্রামের সেন্টু মিয়া (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন এবং এ ঘটনার প্ররোচনাকারী স্থানীয় ইউপি সদস্য রাজিব মিয়া। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
গতকাল রোববার ভোরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী গ্রামে ইউপি সদস্য রাজিব মিয়ার পরিত্যক্ত ভিটার আম গাছে সেন্টুর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তিনি ওই গ্রামের আনিস মিয়ার ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। সম্প্রতি তিনি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট পয়েন্টে কর্মরত ছিলেন।
নিহতের ছোট বোন বিথী আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর জন্য রাজিব মেম্বার দায়ী। কয়েক দিন আগে আমার ভাই রাতে বাড়িতে ফিরলে তার চোখ লাল দেখতে পাই। তাকে দেখে হতাশ মনে হচ্ছিল। তখন আমি তাঁকে বললাম কী হয়েছে তোর? সে আমাকে বলল—আমাকে রাজীব মেম্বার বেশি দিন বাঁচতে দিবে না। সে আমাকে একটা ঝামেলায় ফালাইছে, আমি এ ঝামেলার কথা কাউকে বলতে পারব না। আমি মরলে মনে করবি রাজিব মেম্বার দায়ী।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি বলেন, ‘রাজিব মেম্বার উঠতি বয়সী ছেলেসহ এলাকার মানুষজনকে নানা সময়ে নারীঘটিত কেলেঙ্কারি দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। রাজিব মিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। রাজিব মেম্বারের চাপে ও প্ররোচনায় এই কলেজছাত্র আত্মহত্যা করতে পারে।’
কলেজছাত্রের মা বলেন, ‘আমার ছেলেরে রাজিব মেম্বার এক বছর আগে এলাকার কিছু ছেলে দিয়ে মাইর দিছিল। সে আমার ছেলের পেছনে লাইগা আছে অনেক দিন ধরে। আমার ছেলের চাকরি দিবে বলে ৫০ হাজার টাকা চেয়েছিল। তা দিতে পারেনি বলে আমার ছেলেরে কোনো জায়গায় চাকরি করতে দিত না। সব জায়গায় ঝামেলা করত। এলাকার অনেক পরিবারকে ওই রাজিব মেম্বার শেষ করে দিছে। আমি এই মেম্বারের শাস্তি চাই।’
এ অভিযোগের বিষয়ে নালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রাজিব মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। কী কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।’
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখব।’
ওসি আরও বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদ্ঘাটন সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের ঘিওরের উভাজানী গ্রামের সেন্টু মিয়া (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন এবং এ ঘটনার প্ররোচনাকারী স্থানীয় ইউপি সদস্য রাজিব মিয়া। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
গতকাল রোববার ভোরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী গ্রামে ইউপি সদস্য রাজিব মিয়ার পরিত্যক্ত ভিটার আম গাছে সেন্টুর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তিনি ওই গ্রামের আনিস মিয়ার ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। সম্প্রতি তিনি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট পয়েন্টে কর্মরত ছিলেন।
নিহতের ছোট বোন বিথী আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর জন্য রাজিব মেম্বার দায়ী। কয়েক দিন আগে আমার ভাই রাতে বাড়িতে ফিরলে তার চোখ লাল দেখতে পাই। তাকে দেখে হতাশ মনে হচ্ছিল। তখন আমি তাঁকে বললাম কী হয়েছে তোর? সে আমাকে বলল—আমাকে রাজীব মেম্বার বেশি দিন বাঁচতে দিবে না। সে আমাকে একটা ঝামেলায় ফালাইছে, আমি এ ঝামেলার কথা কাউকে বলতে পারব না। আমি মরলে মনে করবি রাজিব মেম্বার দায়ী।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি বলেন, ‘রাজিব মেম্বার উঠতি বয়সী ছেলেসহ এলাকার মানুষজনকে নানা সময়ে নারীঘটিত কেলেঙ্কারি দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। রাজিব মিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। রাজিব মেম্বারের চাপে ও প্ররোচনায় এই কলেজছাত্র আত্মহত্যা করতে পারে।’
কলেজছাত্রের মা বলেন, ‘আমার ছেলেরে রাজিব মেম্বার এক বছর আগে এলাকার কিছু ছেলে দিয়ে মাইর দিছিল। সে আমার ছেলের পেছনে লাইগা আছে অনেক দিন ধরে। আমার ছেলের চাকরি দিবে বলে ৫০ হাজার টাকা চেয়েছিল। তা দিতে পারেনি বলে আমার ছেলেরে কোনো জায়গায় চাকরি করতে দিত না। সব জায়গায় ঝামেলা করত। এলাকার অনেক পরিবারকে ওই রাজিব মেম্বার শেষ করে দিছে। আমি এই মেম্বারের শাস্তি চাই।’
এ অভিযোগের বিষয়ে নালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রাজিব মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। কী কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।’
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখব।’
ওসি আরও বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদ্ঘাটন সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে